গাজায় ধ্বংসস্তূপ থেকে ২ শতাধিক লাশ উদ্ধার

0
6

দীর্ঘ ১৫ মাসের বেশি সময় পর সম্প্রতি ফিলিস্তিনের গাজায় কার্যকর হয়েছে বহুল আকাঙ্ক্ষিত যুদ্ধবিরতি চুক্তি। ৪৭ হাজার মানুষের প্রাণহানির পর কার্যকর হওয়া এই যুদ্ধবিরতির পর বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা এখন ফিরছেন তাদের নিজ এলাকায়।

তবে এরপরও বেড়েই চলেছে প্রাণহানি। মূলত ধ্বংসস্তূপের নিচে থেকে একের পর এক উদ্ধার হচ্ছে নিহতদের লাশ। ২২ জানুয়ারি, বুধবার অবরুদ্ধ এই ভূখণ্ডের ধ্বংসস্তূপের নিচে থেকে ২১২ জন ফিলিস্তিনির লাশ উদ্ধার করা হয়েছে।

এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা প্রায় ৪৭ হাজার ২০০ জনের কাছাকাছি পৌঁছে গেছে। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

প্রতিবেদনে বলা হয়েছে, গাজা উপত্যকায় ইসরায়েলের সামরিক বাহিনীর বর্বরতায় নিহত আরও ৫৩ জন ফিলিস্তিনির লাশ ধ্বংসস্তূপের নিচে থেকে উদ্ধার করা হয়েছে। এতে করে ২০২৩ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে ৪৭ হাজার ১৬১ জনে পৌঁছেছে বলে বুধবার অবরুদ্ধ এই ভূখণ্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, উপত্যাকায় পাঁচ হাজার নারী ও শিশুসহ ১৪ হাজার ২০০ মানুষ এখনো নিখোঁজ রয়েছে।

মন্ত্রণালয়ের অপর এক বিবৃতিতে বলা হয়েছে, বুধবার আরও ১৯ জন আহত ব্যক্তিকেও হাসপাতালে ভর্তি করা হয়েছে। এতে করে ইসরায়েলি হামলায় আহতের সংখ্যা বেড়ে ১ লাখ ১১ হাজার ১৬৬ জনে পৌঁছেছে। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় পড়ে থাকলেও উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না।


তথ্যসূত্র:
1. Gaza death toll nears 47,200 as 53 Palestinians’ bodies recovered from rubble
– https://tinyurl.com/23yxan98
2.Rescuers Have Recovered 200 Bodies From Rubble in Gaza, With 10,000 More Buried
– https://tinyurl.com/45deejsb

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধরাজধানী থেকে গ্ৰেফতার নিষিদ্ধ জঙ্গি সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি
পরবর্তী নিবন্ধ১৪৪ ধারা উপেক্ষা করে বিএনপির দুই গ্রুপের সমাবেশ; সংঘর্ষে আহত ০৪