নীলফামারীতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১০ বছরের ছেলের মাধ্যমে ভোট দিয়ে ভাইরাল হয়েছিল আওয়ামী লীগ নেতা রাশেদুর রহমান রাশেদ। এবার একটি বিদ্যালয়ের বাউন্ডারি ওয়ালের ইট চুরি করতে গিয়ে ধরা পড়েছে সে। এ নিয়ে ব্যাপক সমালোচনা চলছে উপজেলাজুড়ে।
বুধবার (২২ জানুয়ারি) দুপুর ১২টার দিকে কিশোরগঞ্জ উপজেলার কিশোরীগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে বাউন্ডারি ওয়ালের প্রায় ২০ হাজার ইট ট্রলিতে নিয়ে যাওয়ার সময় স্থানীয়রা তা আটকে দেয়। পরে সেখান থেকে দ্রুত সটকে পড়ে আওয়ামী লীগ নেতা রাশেদ।
রাশেদুর রহমান রাশেদ উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ পদে রয়েছে। সে কিশোরীগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী হিসেবে কর্মরত।
স্থানীয় ও বিদ্যালয় কর্তৃপক্ষ গণমাধ্যমকে জানিয়েছে, কয়েকদিন আগে কিশোরীগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের পুরাতন বাউন্ডারি ওয়াল ভেঙে ফেলা হয়। পরে সেই ইটগুলো বিদ্যালয়ের মাঠেই স্তূপ করে রাখা হয়। সেখান থেকে ট্রলি গাড়িতে উঠিয়ে গোপনে নিজের শ্বশুরবাড়িতে কয়েক হাজার ইট নিয়ে যায় রাশেদ। এতে সহযোগিতা করে ওই বিদ্যালয়ের আরেক শিক্ষক আব্দুল কুদ্দুস। আজ সকালে আবারো ট্রলি গাড়িতে ইট উঠিয়ে নিয়ে যাওয়ার সময়ে স্থানীয়রা ইটসহ গাড়ি আটকে দেয়। পরে সুযোগ বুঝে সেখান থেকে সটকে পড়েন আওয়ামী লীগ নেতা রাশেদ।
তথ্যসূত্র:
১.এবার স্কুলের ইট চুরি করলেন সেই আ.লীগ নেতা
-https://tinyurl.com/mrxtbu6t