ভিডিও || ইমারতে ইসলামিয়া আফগানিস্তানের প্রতিরক্ষা বাহিনীর দুর্দান্ত গ্র্যাজুয়েশন অনুষ্ঠান

0
212

হযরত আবদুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু সামরিক প্রশিক্ষণ কমান্ড ইমারতে ইসলামিয়া আফগানিস্তানের প্রতিরক্ষা বাহিনীর জন্য একটি গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ কেন্দ্র। এখানে নবীন সৈন্যদের আধুনিক যুদ্ধবিদ্যা, সামরিক শৃঙ্খলা, প্রতিরক্ষা কৌশলসহ শরিয়াহ সম্পর্কিত কোর্স শেখানো হয়। প্রতি বছর এখান থেকে অসংখ্য দক্ষ সৈন্য নিয়মিত বাহিনীতে যোগ দিচ্ছে।

সম্প্রতি এই প্রশিক্ষণ কেন্দ্রে নবীন সৈন্যদের প্রশিক্ষণ সমাপ্তি উপলক্ষে একটি বর্ণাঢ্য গ্র্যাজুয়েশন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সৈন্যরা তাদের অর্জিত দক্ষতা, শৃঙ্খলা ও প্রস্তুতির প্রদর্শনী উপস্থাপন করে। অনুষ্ঠানে ইমারতে ইসলামিয়ার উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত থেকে নবীন সৈন্যদের উৎসাহিত করেন এবং তাদের ভবিষ্যৎ দায়িত্ব সম্পর্কে দিকনির্দেশনা দেন।

এই অনুষ্ঠান কেবল একটি আনুষ্ঠানিকতা নয়; এটি প্রতিরক্ষা বাহিনীর শক্তি, দক্ষতা ও প্রতিশ্রুতির প্রতিচিত্র। আফগানিস্তানের নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য এই প্রশিক্ষিত সৈন্যরা আগামী দিনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, ইনশাআল্লাহ।

ইউটিউব থেকে ভিডিও দেখুন:

আর্কাইভ থেকে ভিডিও দেখুন:

ইউটিউব লিংক: https://www.youtube.com/watch?v=bWBR0LJ_Scc

আর্কাইভ লিংক: https://archive.org/details/hazrat-abdullah-bin-masood-ra-military-training-command-29-01-25

 


তথ্যসূত্র:
1. د حضرت عبدالله بن مسعود رضی الله عنه د جګړه ایزو ګډو زده کړو قوماندانۍ څخه د دفاعي ځواکونو د فراغت مراسم او نمايشات په ویډیويي بڼه!
– https://tinyurl.com/yse2893p

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধকাবুল থেকে খোস্ত প্রদেশে সরাসরি বিমান ফ্লাইট চালু করল ইমারতে ইসলামিয়া আফগানিস্তান প্রশাসন
পরবর্তী নিবন্ধযুক্তরাষ্ট্রে আবারও বিমান বিধ্বস্ত, হতাহতের শঙ্কা