গাজা উপত্যকায় কর্তৃপক্ষ দখলদার ইসরায়েলের হামলায় নিহতের সংখ্যা হালনাগাদ করেছে। নিখোঁজ ফিলিস্তিনিদের মৃত হিসেবে গণনা করার পর মোট সংখ্যা দাঁড়িয়েছে ৬১ হাজার ৭০৯ । ৩ ফেব্রুয়ারি, সোমবার কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
গাজা সরকারি তথ্য অফিসের প্রধান সালামা মারুফ এক সংবাদ সম্মেলনে জানান, নিহতদের ৭৬ শতাংশের মরদেহ উদ্ধার করে চিকিৎসাকেন্দ্রে নেওয়া হয়েছে। তবে এখনো অন্তত ১৪ হাজার ২২২ জন ধ্বংসস্তূপের নিচে কিংবা এমন এলাকায় আটকে আছে বলে ধারণা করা হচ্ছে, যেখানে উদ্ধারকারীরা পৌঁছতে পারেননি।
গাজা সিটির আল-শিফা হাসপাতালে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে সালামা মারুফ জানান, নিহতদের মধ্যে ১৭ হাজার ৮৮১টি শিশু রয়েছে, যাদের মধ্যে ২১৪টি নবজাতক।
এ ছাড়া হামলায় এক লাখ ১১ হাজার ৫৮৮ জন আহত হয়েছে জানিয়ে তিনি বলেন, ২০ লাখেরও বেশি মানুষকে জোরপূর্বক বাস্তুচ্যুত করা হয়েছে, যাদের কেউ কেউ ২৫ বারের বেশি স্থান পরিবর্তন করতে বাধ্য হয়েছে। তারা চরম মানবিক সংকটের মধ্যে রয়েছে, যেখানে মৌলিক পরিষেবারও অভাব।
মারুফ আরো জানান, ইসরায়েলের হামলায় গাজার স্বাস্থ্য, মানবিক সহায়তা ও সংবাদকর্মীদের ওপরও ব্যাপক প্রভাব পড়েছে। নিহতদের মধ্যে অন্তত এক হাজার ১৫৫ জন চিকিৎসাকর্মী, ২০৫ জন সাংবাদিক ও ১৯৪ জন বেসামরিক সুরক্ষা কর্মী রয়েছেন।
গাজার আল–রশিদ স্ট্রিট থেকে আল–জাজিরার সাংবাদিক তারেক আবু আজম বলেছেন, মানবিক ও চিকিৎসার দায়িত্বে নিয়োজিত দলগুলো এখন উদ্ধার অভিযান রেখে পুনরুদ্ধারের কাজে নেমেছে। যুদ্ধবিরতি এখনও কার্যকর থাকায় ফিলিস্তিনি উদ্ধারকারীরা গাজার যেসব অংশে এতদিন পৌঁছাতে পারেননি, সেখানেও পৌঁছানোর সুযোগ পাচ্ছেন। শত শত বাড়ি কবরস্থানে পরিণত হয়েছে।
তথ্যসূত্র:
1. Deaths from Israel’s attacks on Gaza close to 62,000 as missing added
– https://tinyurl.com/yxf3pyyt
2. Gaza Death Toll Close to 62,000
– https://tinyurl.com/5c5p38ta