ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখার প্রধান মুহাম্মদ আল-দেইফসহ অন্যান্য নেতৃবৃন্দের শাহাদাতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে ইমারতে ইসলামিয়া আফগানিস্তান।
গত ৩ ফেব্রুয়ারি প্রকাশিত এক বিবৃতিতে ইমারতে ইসলামিয়া হামাসের নেতৃত্ব, শহীদদের পরিবার, মুজাহিদিন ও সমগ্র ফিলিস্তিনি জাতির প্রতি সমবেদনা জানিয়েছে। বিবৃতিতে বলা হয়, ‘ইসলামি প্রতিরোধ আন্দোলনের এই নেতারা জায়নিস্ট দখলদারিত্বের বিরুদ্ধে এক অবিচল প্রতিরোধের প্রতীক হয়ে থাকবেন, যা ভবিষ্যত প্রজন্মের জন্য সম্মান, সাহস ও দৃঢ়তার অনুপ্রেরণা হয়ে থাকবে।’
ইমারতে ইসলামিয়া আফগানিস্তান আরও উল্লেখ করেছে, ‘আমরা বিশ্বাস করি যে, জিহাদি সংগ্রাম শহীদ হওয়ার মাধ্যমে দুর্বল হয় না; বরং এটি আরও শক্তি সঞ্চয় করে এবং চূড়ান্ত লক্ষ্যের দিকে দ্রুত অগ্রসর হয়।’
বিবৃতিতে বলা হয়, এই আত্মত্যাগের মাধ্যমে ফিলিস্তিনি ইস্যু আবারও আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ মনোযোগ আকর্ষণ করেছে। একইসঙ্গে, এই ঘটনার ফলে হামাসের রাজনৈতিক ও সামরিক অবস্থান আরও শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে।
ইমারতে ইসলামিয়া আফগানিস্তান দীর্ঘদিন ধরেই ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে সমর্থন জানিয়ে আসছে। বিবৃতিতে এই সমর্থন পুনর্ব্যক্ত করে বলা হয়, ‘ফিলিস্তিনের প্রতিরোধ সংগ্রাম কখনোই বৃথা যাবে না।’
উল্লেখ্য, সাম্প্রতিক ইসরায়েলি অভিযানে হামাসের শীর্ষস্থানীয় কয়েকজন নেতা শাহাদাতবরণ করেন, যা ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনে নতুন মাত্রা যোগ করেছে। ইমারতে ইসলামিয়া এই ঘটনায় গভীর শোক প্রকাশের পাশাপাশি ফিলিস্তিনিদের জন্য দোয়া করেছেন।
তথ্যসূত্র:
1. Islamic Emirate Offers Condolences to Hamas Leadership & Palestinian Martyrs
– https://tinyurl.com/ay3ceebt