বাগরাম বিমান ঘাঁটি পুনর্দখল সংক্রান্ত ট্রাম্পের মন্তব্য কেবল একটি স্বপ্ন: জাবিহুল্লাহ মুজাহিদ হাফিযাহুল্লাহ

0
80

আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটি ও ফেলে যাওয়া মার্কিন অস্ত্রের উপর পুনরায় নিয়ন্ত্রণ নেয়া হবে বলে সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি বক্তব্য দিয়েছে। তার এই বক্তব্যকে কেবল একটি ‘স্বপ্ন’ আখ্যায়িত করে প্রত্যাখ্যান করেছেন ইমারতে ইসলামিয়ার মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ হাফিযাহুল্লাহ। তিনি বলেন, এই স্বপ্ন থেকে আমেরিকা ও তাদের পলাতক মিত্রদের বের হয়ে আসা উচিত।

তিনি আরও বলেন, মার্কিন বাহিনীর ফেলে যাওয়া অস্ত্রশস্ত্র জিহাদের গনিমত হিসেবে অর্জিত হয়েছে। এগুলো ইসলামী শরীয়াহ’র হেফাজত ও দেশের সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখতে ব্যবহার করা হবে।

এছাড়া বাগরাম বিমান ঘাঁটি চীন কর্তৃক পরিচালিত হচ্ছে বলে ট্রাম্পের ভিত্তিহীন মন্তব্যকে প্রত্যাখ্যান করেছেন মৌলভী মুজাহিদ হাফিযাহুল্লাহ। বরং এটি ইমারতে ইসলামিয়ার সামরিক বাহিনীর অধীনে রয়েছে। তিনি বলেন, আফগানিস্তান একটি স্বাধীন দেশ। আমরা অন্য কোনো দেশের হাতে আমাদের ভূখণ্ড হস্তান্তর করব না।

তিনি যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেন, আমরা সাবেক আশরাফ গনি প্রশাসন নই যে আপনারা যা আদেশ করবেন তাই করব।

আফগান বিষয়ে পশ্চিমা হস্তক্ষেপ দিন দিন বাড়ছে দাবি করে মুজাহিদ হাফিযাহুল্লাহ বলেন, তারা আমাদের নিকটে পৌঁছাতে পারছে না, কিন্তু তারা নানা অপপ্রচার চালিয়ে যাচ্ছে। তারা তাদের পরাজয় সহজে ভুলতে পারছে না।


তথ্যসূত্র:
1. IEA dismisses Trump’s threat to reclaim Bagram base, says its a ‘dream’
– https://tinyurl.com/as8naerd

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধপশ্চিম তীরে সেনাচৌকিতে হামলা, ২ দখলদার সেনা নিহত
পরবর্তী নিবন্ধট্রাম্পের গাজা দখলের পরিকল্পনায় হামাসের কঠোর প্রতিক্রিয়া