![পাকিস্তানে সামরিক ঘাঁটি ও কনভয়ে টিটিপির হামলা](https://alfirdaws.org/wp-content/uploads/2025/02/পাকিস্তানে-সামরিক-ঘাঁটি-ও-কনভয়ে-টিটিপির-হামলা-696x382.webp)
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় সামরিক বাহিনীর বিরুদ্ধে ২টি পৃথক অপারেশন চালিয়েছেন তেহরিক-ই-তালিবান পাকিস্তানের (টিটিপি) মুজাহিদিনরা। এতে পাকিস্তান সামরিক বাহিনীর অন্তত ৩০ সেনা হতাহত হয়েছে বলে জানা গেছে।
সূত্রমতে, গত মঙ্গলবার ৪ ফেব্রুয়ারী, পাকিস্তান উত্তর ও দক্ষিণ ওয়াজিরিস্তানে সামরিক বাহিনীর একটি ঘাঁটি ও একটি কনভয় লক্ষ্য করে অতর্কিত আক্রমণ চালিয়েছেন টিটিপির মুজাহিদিনরা। এদিন সকালে মুজাহিদিনরা তাদের প্রথম অপারেশনটি পরিচালনা করেন উত্তর ওয়াজিরিস্তানের মির-আলী জেলার খাদি এলাকায়। অতর্কিত আক্রমণটি পাকিস্তান সামরিক বাহিনীর একটি কনভয় লক্ষ্যবস্তু করে চালানো হয়। কনভয়টি লক্ষ্য করে মুজাহিদদের সফল বোমা বিস্ফোরণে এক মেজর সহ ১০ সেনা সদস্য নিহত এবং আরও বহু সংখ্যক সৈন্য আহত হয়।
এদিন মুজাহিদিনরা তাদের দ্বিতীয় সফল অভিযানটি পরিচালনা করেন দক্ষিণ ওয়াজিরিস্তানের জনাতা এলাকায়। পাকিস্তান সামরিক বাহিনীর একটি শিবির লক্ষ্য করে মুজাহিদিনরা পাল্টা আক্রমণ হিসাবে অভিযানটি পরিচালনা করেছেন বলে জানা গেছে। ফলশ্রুতিতে পাকিস্তান সামরিক বাহিনীর অন্তত ২০ সেনা সদস্য নিহত ও আহত হয়েছে। সেই সাথে মুজাহিদিনরা শত্রু সামরিক শিবিরটি সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়েছেন। টিটিপি এই অভিযানে তাদের একজন সহকর্মী মুজাহিদ শহিদ হয়েছেন বলেও নিশ্চিত করেছে।