![Chapainawabganj-67a8ca916dd14 copy](https://alfirdaws.org/wp-content/uploads/2025/02/Chapainawabganj-67a8ca916dd14-copy-696x398.webp)
ফেলানীসহ সীমান্তে ভারতীয় বাহিনীর গুলিতে নিহত সবার আত্মার মাগফিরাত কামনায় ও ফারাক্কার ন্যায্য পানির হিস্যার দাবিতে লংমার্চ ও সামাজিক জিয়াফত অনুষ্ঠিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে। রবিবার (০৯ ফেব্রুয়ারি) সকাল থেকে শিবগঞ্জ উপজেলার সরকারি মডেল হাই স্কুলে জিয়াফত উপলক্ষে গরু জবাই করে ভোজের আয়োজন করা হয়।
এর আগে গত শনিবার (০৮ ফেব্রুয়ারি) রাতে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনার থেকে ‘বাংলাদেশের জনগণ’-এর ব্যানারে প্রায় ৫০০ সদস্য লংমার্চ করে সকাল সাড়ে ১১টার দিকে শিবগঞ্জ মডেল সরকারি হাই স্কুলে এসে পৌঁছায়। বাংলাদেশের জনগণ নামের একটি সংগঠন এই লংমার্চ ও জিয়াফতের আয়োজন করে।
লংমার্চ ও জেয়াফতে অংশগ্রহণকারীরা ‘কাঁটাতারের ফেলানী আমরা তোমাকে ভুলিনি’, ‘ভারতীয় আগ্রাসন রুখে দাও জনগণ’, ‘সীমান্তে হত্যা বন্ধ করো করতে হবে’, ‘বেশি করে গরু খান আগ্রাসন রুখে দেন’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’ ইত্যাদি স্লোগান দেন।
জিয়াফতে অংশ নেওয়া বিনোদপুর ইউনিয়নের কালীগঞ্জ সীমান্তের বাসিন্দা আব্দুল মজিদ গণমাধ্যমকে বলেন, ‘৫, ৬ ও ১৮ জানুয়ারি কালীগঞ্জ সীমান্ত এলাকায় ভারতীয়রা আগ্রাসন চালিয়েছিল। এই আগ্রাসনবিরোধী কার্যক্রম স্থানীয়রা প্রতিহত করেছিল। আর যারা এই ভারতীয় আগ্রাসন প্রতিহত কার্যক্রমে অংশ নিয়েছিলেন, তাদের জন্য এখানে একটি প্রোগ্রামের আয়োজন করা হয়েছে। সে জন্য আমরা এখানে এসেছি।’
তথ্যসূত্র:
১. চাঁপাইনবাবগঞ্জে ‘ভারতীয় আগ্রাসন’ প্রতিরোধে গরু জবাই ও লংমার্চ
– https://tinyurl.com/2uck9td2