সন্ত্রাসী ইসরায়েলি আগ্রাসনে গাজার ৮৫% পানি ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে

0
7

ফিলিস্তিনি পানি কর্তৃপক্ষ (পিডব্লিউএ)১২ ফেব্রুয়ারী, বুধবার জানিয়েছে ইসরায়েলি আগ্রাসনের ফলে গাজা উপত্যকার ৮৫% পানি ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে।

অধিকৃত পশ্চিম তীরের রামাল্লাহ শহরে পানি সংক্রান্ত এক বৈঠকে পিডব্লিউএ এই ঘোষণা দেয়।

পিডব্লিউএ আরও জানিয়েছে, এই সেক্টরে যে ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে তার ফলে গাজা উপত্যকা তীব্র পানীয় জলের সংকটের মুখোমুখি হচ্ছে। পয়ঃনিষ্কাশন ব্যবস্থা ভেঙে পড়ার ফলে আবাসিক এলাকায় ময়লা পানি প্রবাহিত হচ্ছে এবং জনগণের মধ্যে মহামারী ছড়িয়ে পড়ছে।

পানি বিষয়ক প্রকল্পের প্রধান মারওয়ান বারদাউইল বলেন, ইসরায়েলি আগ্রাসনের ফলে পানি খাতে ১ বিলিয়ন ডলারেরও বেশি ক্ষতি হয়েছে।

বারদাউইল আরও বলেন যে, ২০২৩ সালের অক্টোবরে সন্ত্রাসী ইসরায়েলের সামরিক আগ্রাসন শুরু হওয়ার আগে পিডব্লিউএ এই উপত্যকাকে একটি বসবাসের অযোগ্য এলাকা থেকে পানীয় জলের সুবিধা সম্বলিত এলাকায় রূপান্তরিত করতে সক্ষম হয়েছিল।

দখলদার বাহিনী ইচ্ছাকৃত এবং পরিকল্পিতভাবেই গাজার গুরুত্বপূর্ণ অবকাঠামো যেমন পানি শোধনাগার, ডিস্যালিনেশন স্টেশন, পাম্পিং স্টেশন, কূপ, পানির ট্যাঙ্ক এবং মূল পাইপলাইনগুলো ধ্বংস করেছে। সেগুলোকে ব্যবহারে ফিরিয়ে আনার জন্য বড় ধরনের মেরামতের প্রয়োজন। সামরিক অভিযান শুরু থেকেই বর্বর ইসরায়েলি কর্তৃপক্ষ ইচ্ছাকৃতভাবে ফিলিস্তিনিদের পানি সরবরাহে বাধা দিয়েছে। ইসরায়েলি সরকার গাজায় ফিলিস্তিনিদের প্রয়োজনীয় পানি থেকে বঞ্চিত করে ইচ্ছাকৃতভাবে তাদের হত্যা করছে।


তথ্যসূত্র:
1. PWA: Israeli aggression destroyed 85% of Gaza water and sewage facilities
– https://tinyurl.com/2t7bnt7m

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধসোমালিয়া জুড়ে দখলদার ও মোগাদিশু বাহিনীর উপর হামলা বাড়িয়েছে আশ-শাবাব
পরবর্তী নিবন্ধগাজায় যুদ্ধবিরতির পর থেকে সন্ত্রাসী ইসরায়েলের হাতে নিহত ১১৮ ফিলিস্তিনি, আহত ৮২২