![476817397_508126422306656_4360636564887079592_n copy](https://alfirdaws.org/wp-content/uploads/2025/02/476817397_508126422306656_4360636564887079592_n-copy-696x464.webp)
ছাত্র-জনতার আন্দোলনের মুখে দেশ ছেড়ে পলাতক খুনি হাসিনার আমলে নির্মিত কুখ্যাত গোপন বন্দীশালা ‘আয়নাঘর’ উন্মোচন করা হয়েছে। বুধবার (১২ ফেব্রুয়ারি) ভুক্তভোগীদের সাথে নিয়ে কুখ্যাত বন্দীশালা পরিদর্শন করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মাদ ইউনুস। এসময় সাথে ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের আরও কয়েকজন উপদেষ্টা।
গুম সংক্রান্ত তদন্ত কমিশনের সদস্য ও সাংবাদিকেরাও এ সময় উপস্থিত ছিলেন। গোপন বন্দীশালাগুলো আগারগাঁও, কচুক্ষেত ও উত্তরা এলাকায় বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।
এসময় দীর্ঘ কয়েকবছর আয়নাঘরে বন্দী থাকা ব্যারিস্টার আরমানকেও তাদের সাথে দেখা গেছে।
ছবিতে আয়নাঘর:
তথ্যসূত্র:
১. https://tinyurl.com/bdfby53e
২. https://tinyurl.com/2u59vs7n