ইমারতে ইসলামিয়ার উদ্যোগে দুই পরিবারের ২৩ বছরের ভয়াবহ শত্রুতার সমাপ্তি

0
36

ইমারতে ইসলামিয়া আফগানিস্তানের কাপিসা প্রদেশের তাগাব জেলায় দীর্ঘ ২৩ বছর ধরে চলা রক্তক্ষয়ী শত্রুতার অবসান ঘটিয়েছে ইমারতে ইসলামিয়া প্রশাসন।

গত ২৬ ফেব্রুয়ারি এ তথ্য জানিয়েছে আফগান গণমাধ্যম হুররিয়াত রেডিও। প্রতিবেদনে বলা হয়েছে, ইমারতে ইসলামিয়ার সীমান্ত ও উপজাতি বিষয়ক মন্ত্রণালয় দুই পরিবারের মধ্যকার দীর্ঘদিনের এই বিরোধ নিষ্পত্তি করেছে।

জানা গেছে, এই দ্বন্দ্বের ফলে উভয় পক্ষের ছয়জন নিহত হয়েছেন এবং তাদের ব্যাপক আর্থিক ক্ষতি হয়েছে। মন্ত্রণালয়ের তথ্যানুসারে, পারিবারিক বিরোধ থেকেই এই শত্রুতার সূত্রপাত, যা ইমারতে ইসলামিয়ার মধ্যস্থতায় শান্তিপূর্ণভাবে সমাধান হয়েছে।

বিরোধ নিষ্পত্তির পর উভয় পরিবার ইমারতে ইসলামিয়া প্রশাসনের প্রচেষ্টার প্রশংসা করেছে। তারা মনে করেন, অন্য সম্প্রদায়গুলোর দীর্ঘদিনের বিরোধও নিরসনে সরকারকে আরও সক্রিয় হতে হবে।

উল্লেখ্য যে, ১৯শ ও ২০শ শতাব্দীতে বিদেশি ঔপনিবেশিক শক্তির হস্তক্ষেপের ফলে আফগানিস্তানের জাতীয় ঐক্যের বন্ধন দুর্বল হয়ে পড়ে। তবে ইমারতে ইসলামিয়া প্রশাসন বর্তমানে জাতীয় সংহতি পুনঃপ্রতিষ্ঠার জন্য নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।


তথ্যসূত্র:
1. کاپیسا کې دوو کورنیو ترمنځ خونړۍ دښمني پای ته ورسېده
– https://tinyurl.com/3j8e3ann

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধকুন্দুজে ১০০ শয্যাবিশিষ্ট প্রসূতি হাসপাতালের উদ্বোধন করল ইমারতে ইসলামিয়া প্রশাসন
পরবর্তী নিবন্ধআফগানিস্তানে কৃষি ও প্রশাসনিক খাতে উল্লেখযোগ্য অগ্রগতি ঘোষণা ইমারতে ইসলামিয়া প্রশাসনের