আফগানিস্তানে কৃষি ও প্রশাসনিক খাতে উল্লেখযোগ্য অগ্রগতি ঘোষণা ইমারতে ইসলামিয়া প্রশাসনের

0
32

ইমারতে ইসলামিয়া আফগানিস্তানে জাতীয় পরিসংখ্যান ও তথ্য কর্তৃপক্ষ কৃষি ও প্রশাসনিক খাতে গুরুত্বপূর্ণ অগ্রগতি ঘোষণা করেছে। গত ২৬ ফেব্রুয়ারি এক সংবাদ সম্মেলনে এ সম্পর্কিত তথ্য প্রকাশ করা হয়। পরিসংখ্যান মতে, ২০২৪ সালে দেশটির চাষযোগ্য ভূমির পরিমাণ ৭% বৃদ্ধি পেয়ে মোট ৩০ লাখ হেক্টরে পৌঁছেছে।

দেশটির ভৌগলিক বিভাগের পরিচালক কৃষি খাতে অগ্রগতির বিষয়ে জানান, লোগার প্রদেশে পরিচালিত জরিপে নতুন গ্রাম ও কৃষিজমির অবস্থান চিহ্নিত করা হয়েছে, যা চাষযোগ্য জমির পরিমাণ বৃদ্ধিতে সহায়ক হবে।

অন্যদিকে, দেশটিতে ইলেকট্রনিক আইডি কার্ড বিতরণেও অগ্রগতি এসেছে। এখন পর্যন্ত ১.৫ কোটি আইডি কার্ড বিতরণ করা হয়েছে। ইমারতে ইসলামিয়ার জাতীয় পরিসংখ্যান ও তথ্য কর্তৃপক্ষের উপ-পরিচালক আব্দুল কাহহার হাজি ইদ্রিস হাফিযাহুল্লাহ জানান, গত ১১ মাসে ২০ লাখ আইডি কার্ড বিতরণ করা হয়েছে, যার ফলে মোট ১.৫৩ কোটি আইডি কার্ড বিতরণ হয়েছে। তিনি আরও বলেন, এই পদক্ষেপ জনসংখ্যা নিবন্ধন উন্নত করা এবং নাগরিকদের জন্য সেবা প্রাপ্তির সুযোগ বাড়ানোর লক্ষ্য নিয়ে করা হয়েছে।


তথ্যসূত্র:
1. Afghanistan Expands Farmland and Advances Electronic ID Distribution
– https://tinyurl.com/4tpuyphx

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধইমারতে ইসলামিয়ার উদ্যোগে দুই পরিবারের ২৩ বছরের ভয়াবহ শত্রুতার সমাপ্তি
পরবর্তী নিবন্ধভিডিও || আশ-শাবাব মুজাহিদিন সোমালিয়ার আলী-আহমেদ শহরের নিয়ন্ত্রণ নিয়েছেন