৪০ উইঘুর শরনার্থীকে জোরপূর্বক চীনে পাঠাল থাইল্যান্ড

0
15

থাইল্যান্ডে এক দশকেরও বেশি সময় ধরে আটক থাকা ৪০ জন উইঘুরকে অবশেষে চীনে ফেরত পাঠিয়েছে থাইল্যান্ড সরকার; যদিও মানবাধিকার সংগঠনগুলো বারবার সতর্ক করেছিল যে, তাদের ফেরত পাঠানো হলে চীনে তাদের ওপর ভয়াবহ নির্যাতন ও নিপীড়নের ঝুঁকি থাকবে।

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান ভলকার তুর্ক এই পদক্ষেপকে আন্তর্জাতিক মানবাধিকার আইন ও মানদণ্ডের স্পষ্ট লঙ্ঘন হিসেবে চিহ্নিত করেছে। তার মতে, এই উইঘুরদের চীনে ফেরত পাঠানো হলে তাদের জীবনের ওপর ভয়াবহ আঘাত আসতে পারে, যা মানবাধিকার লঙ্ঘনের গুরুতর উদাহরণ হয়ে দাঁড়াবে।

গত ২৭ ফেব্রুয়ারি রাতে থাইল্যান্ডের পুলিশ প্রধান নিশ্চিত করেছে, ৪০ জন উইঘুরকে একটি চার্টার্ড বিমানে করে চীনে পাঠানো হয়েছে। এর আগে, তাদেরকে ব্যাংককের ডিটেনশন সেন্টার থেকে কালো টেপ দিয়ে ঢাকা পুলিশ ট্রাকে বিমানবন্দরের দিকে নিয়ে যাওয়ার ছবি দেশটির সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়।

উইঘুররা চীনের পশ্চিমাঞ্চলীয় শিনজিয়াং অঞ্চলের তুর্কিভাষী মুসলিম সংখ্যালঘু জনগণ, যারা দীর্ঘকাল ধরে চীনা সরকারের নিপীড়ন ও দমন-পীড়নের শিকার হয়ে আসছে।

উল্লেখ্য যে, থাইল্যান্ড সরকার ধারাবাহিকভাবে চীন থেকে পালিয়ে আসা উইঘুরদের তাদের ইচ্ছার বিরুদ্ধে ফেরত পাঠিয়ে আসছে, যা আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোর তীব্র নিন্দার জন্ম দিয়েছে।


তথ্যসূত্র:
1. Thailand deports 48 Uighurs to China despite human rights concerns
– https://tinyurl.com/4bvsm9zj

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধচলতি বছরে আফগানিস্তানের নানগারহার প্রদেশে ১১০০ মেট্রিক টন অলিভ ফল উৎপাদন
পরবর্তী নিবন্ধভিডিও || “দোহা চুক্তি উপলক্ষে ইমারতে ইসলামিয়ার সামরিক সক্ষমতা প্রদর্শন”