
আন্তর্জাতিক সম্প্রচারমাধ্যম আল জাজিরার আরবি বিভাগের প্রধান আহমাদ আল ইয়াফেয়ীর সঙ্গে এক বৈঠকে মিলিত হয়েছেন কাতারে নিযুক্ত ইমারতে ইসলামিয়া আফগানিস্তানের রাষ্ট্রদূত মুহাম্মদ সুহাইল শাহিন হাফিযাহুল্লাহ। বৈঠকে দুই পক্ষ আফগানিস্তান ও আল জাজিরার মধ্যে মিডিয়া ও সাংস্কৃতিক সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা করেন।
গত ৩১ জুলাই আফগান সংবাদমাধ্যম আরিয়ানা নিউজ–এর এক প্রতিবেদনে জানানো হয়, বৈঠকে সাংবাদিক প্রশিক্ষণ কর্মসূচির সম্প্রসারণ, মিডিয়া সহযোগিতা বৃদ্ধি এবং সাংস্কৃতিক আদান-প্রদানের সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
রাষ্ট্রদূত সুহাইল শাহিন হাফিযাহুল্লাহ বৈঠকে সত্যনিষ্ঠ সাংবাদিকতায় আল জাজিরার ভূমিকার প্রশংসা করেন এবং আফগানিস্তান বিষয়ে ইতিবাচক ও ভারসাম্যপূর্ণ কাভারেজ অব্যাহত রাখার আহ্বান জানান। তিনি আফগানিস্তানের মিডিয়া ও সংস্কৃতিকে আরও দৃঢ়ভাবে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরতে আল জাজিরার সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।
জবাবে আল জাজিরা আরবি বিভাগের প্রধান আহমাদ আল ইয়াফেয়ী বলেন, আফগানিস্তান বর্তমানে উন্নয়নের পথে রয়েছে এবং আল জাজিরা ইমারত সরকারের মিডিয়া উদ্যোগে অংশগ্রহণ ও সহযোগিতা বৃদ্ধিতে আগ্রহী।
তথ্যসূত্র:
1. Afghan envoy meets Al Jazeera executive to strengthen media and cultural ties
– https://tinyurl.com/ms4cfckk


