৫০ লাখ টাকা চাঁদাবাজির ঘটনায় গ্রেফতার বাগছাসের কেন্দ্রীয় নেতা

0
30

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) গুলশানে চাঁদাবাজির অভিযোগে পলাতক গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক জানে আলম অপুকে গ্রেফতার করেছে। শুক্রবার (১ আগস্ট) ভোরে ওয়ারী এলাকা থেকে তাকে আটক করা হয়।

ডিএমপির মিডিয়া বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি জানান, গুলশানে ৫০ লাখ টাকা চাঁদা চাওয়ার মামলায় পলাতক অপুকে ডিবি পুলিশ গ্রেফতার করেছে।

জানা যায়, গত ২৬ জুলাই সন্ধ্যায় গুলশান ৮৩ নম্বর রোডে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সাম্মী আহমেদের বাসায় যায় কয়েকজন। তারা নিজেদের ‘সমন্বয়ক’ পরিচয় দিয়ে ৫০ লাখ টাকা দাবি করে। এ সময় সাবেক এমপির স্বামী সিদ্দিক আবু জাফরকে ভয়ভীতি দেখানো হয়। পরে সে গুলশান থানাকে জানায়। পুলিশ দ্রুত সেখানে গিয়ে অভিযুক্তদের আটক করে।

ঘটনাস্থল থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও গণতান্ত্রিক ছাত্র সংসদের পাঁচজনকে আটক করা হয়। তারা হল— ইব্রাহীম হোসেন মুন্না (২৪), মো. সাকাদাউন সিয়াম (২২), সাদমান সাদাব (২১) এবং মো. আমিনুল ইসলাম (১৩)।

তাদের বিরুদ্ধে মামলা দায়েরের পর চারজনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে। এ ঘটনায় অন্যতম অভিযুক্ত রিয়াদের বাসা থেকে পুলিশ উদ্ধার করেছে সোয়া দুই কোটি টাকার চেক ও নগদ তিন লাখ টাকা।


তথ্যসূত্র:
১. চাঁদাবাজির ঘটনায় গণতান্ত্রিক ছাত্রসংসদের যুগ্ম আহ্বায়ক অপু গ্রেফতার
– https://tinyurl.com/3ydxzkcc

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধজাল সনদে স্কুল কমিটির সভাপতি মাদক মামলার আসামি ছাত্রদল নেতা
পরবর্তী নিবন্ধবাংলাবান্ধা সীমান্ত দিয়ে একজনকে ফেরতসহ ০৯ জনকে পুশ-ইন করলো বিএসএফ