
কুষ্টিয়ার ভেড়ামারায় স্বামীকে বেঁধে মারধর ও স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় রাতেই অভিযান চালিয়ে অভিযুক্ত পাঁচজনকে আটক করেছে পুলিশ।
শনিবার (২ আগস্ট) রাত সাড়ে ১০টায় উপজেলার বাহিরচর ইউনিয়নের মসলেমপুর এলাকার কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের পাশে ঘটনাটি ঘটেছে।
আটকেরা হল, ভেড়ামারা উপজেলার মসলেমপুর এলাকার মৃত মোজাম্মেল প্রামাণিকের ছেলে কালু প্রামাণিক (৪৬), উপজেলা ষোল দাগ এলাকার মোজাম্মেল শেখের ছেলে মুর্শিদ শেখ (৪৫), মৃত আকছেদ মন্ডল ছেলে টিটু মন্ডল ওরফে টিপু (৪২), মৃত নবীর মন্ডলের ছেলে এজাজুল (৪২), মৃত হাবিবুল সরদারের ছেলে রুবেল আলী (২৪)।
পুলিশ ও ভুক্তভোগী সূত্র গণমাধ্যমকে জানিয়েছে, গেল রাত সাড়ে ১০টায় কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের বাহিরচর ইউনিয়নের মসলেমপুর এলাকায় ভুক্তভোগী বাড়িতে ফেরার পথে কয়েকজন যুবক তাদের গতিরোধ করে পার্শ্ববর্তী একটি লিচু বাগানে নিয়ে গিয়ে তার স্বামীকে বেঁধে মারধর ও স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের পর পালিয়ে যায়।
তথ্যসূত্র:
১. কুষ্টিয়ায় স্বামীকে বেঁধে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৫
– https://tinyurl.com/yhkv2jma


