
নাটোরের গুরুদাসপুরে খাদ্য গুদামে অনিয়মের মিথ্যা অভিযোগ তুলে ৫ লাখ টাকা চাঁদা নেওয়ার সময় এনএসআইয়ের এক ভুয়া সদস্যকে আটক করা হয়েছে।
রোববার (৩ আগস্ট) রাতে স্থানীয় এনএসআই সদস্যরা সেনাবাহিনীর সহায়তায় তাকে আটক করে। পরে তাকে গুরুদাসপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
আটক ব্যক্তির নাম নাজমুল হোসেন। সে গুরুদাসপুর উপজেলার খামার নাচকৈড় এলাকার মকবুল হোসেনের ছেলে।
জেলা খাদ্য নিয়ন্ত্রক রেজাউল হক খন্দকার গণমাধ্যমকে জানিয়েছে, প্রতারক নাজমুল নিজেকে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) ফিল্ড অফিসার পরিচয় দিয়ে গুরুদাসপুর উপজেলা খাদ্য গুদামের কর্মকর্তার বিরুদ্ধে ‘খাবাবর অনুপযোগী চাল কেনা’র অভিযোগ তোলে। একই সঙ্গে দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি ভুয়া চিঠি দেখিয়ে সে ওই কর্মকর্তার বিরুদ্ধে তদন্তের ভয় দেখায়।
জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ের প্রধান সহকারী জুলহাস উদ্দিন কথিত এনএসআই কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করলে বিষয়টি মীমাংসার জন্য ৫ লাখ টাকা দাবি করে। সন্দেহ হলে সে জেলা এনএসআই কার্যালয়ের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে।
পরে পরিকল্পনা অনুযায়ী, রোববার রাতে জুলহাস উদ্দিন ৫ লাখ টাকা হাতে নিয়ে স্থানীয় এনএসআই সদস্যদের সহায়তায় গুরুদাসপুর পৌর এলাকার মডেল মসজিদের সামনে যান। টাকা নিতে এলে ঘটনাস্থল থেকেই সেনাবাহিনীর সহায়তায় নাজমুলকে আটক করা হয়।
তথ্যসূত্র:
১. নাটোরে চাঁদা নেওয়ার সময় এনএসআইয়ের ভুয়া সদস্য আটক
– https://tinyurl.com/mrynzwp2


