
দখলদার ইহুদি রাষ্ট্র ইসরায়েল গাজায় তার বর্বরতা ও মানবতা বিরোধী অপরাধের এক নতুন রূপ দেখালো। খাবারের আশায় লাইনে দাঁড়ানো ক্ষুধার্ত মানুষদের উপরও চালানো হচ্ছে নৃশংস হামলা। দখলদার বাহিনীর এমন আচরণ শুধু মানবাধিকারের চরম লঙ্ঘন নয়, বরং এটি একটি পরিকল্পিত গণহত্যা।
গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় ৫ আগস্ট, মঙ্গলবার জানায়, দখলদার ইহুদিবাদী সন্ত্রাসীদের বর্বর হামলায় ত্রাণ নিতে আসা ৫২ জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন, আহত হয়েছেন ৩৫২ জন। এই মর্মান্তিক ঘটনা ঘটেছে গত ২৪ ঘণ্টার মধ্যে, যেখানে মানুষ শুধু একমুঠো খাবারের আশায় ত্রাণ সংগ্রহ করতে গিয়েছিলেন।
এ নিয়ে গত ২৭ মে থেকে এখন পর্যন্ত ত্রাণ সংগ্রহ করতে গিয়ে ইসরায়েলি হামলায় শহীদ হয়েছেন মোট ১,৫৬৮ জন ফিলিস্তিনি, এবং আহত হয়েছেন ১১,২৩০ জন।
এছাড়া, মঙ্গলবার পর্যন্ত ইহুদিবাদী দখলদার বাহিনীর গণহত্যায় ৬১,০২০ ফিলিস্তিনি শহীদ হয়েছেন, যাদের মধ্যে ১৮৮ জন ক্ষুধা ও অপুষ্টিতে মারা গেছেন, এবং এদের অর্ধেকই শিশু।
গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ৫ আগস্ট, মঙ্গলবার ৮৭টি মৃতদেহ উদ্ধার করে হাসপাতালগুলোতে আনা হয়েছে এবং ৬৪৪ জন আহত হয়েছেন। খাদ্য, ওষুধ, আশ্রয় কিছুই না থাকায় প্রতিদিনই শহীদের তালিকা বাড়ছে।
জাতিসংঘের শিশু সংস্থা UNICEF জানিয়েছে, “গাজায় শিশুরা এখন এক নজিরবিহীন হারে মারা যাচ্ছে।” একদিকে ইহুদিবাদী বাহিনীর বিমান হামলা, অন্যদিকে দুর্ভিক্ষ, সব মিলিয়ে শিশুদের বেঁচে থাকা ক্রমেই অসম্ভব হয়ে উঠছে।
তথ্যসূত্র:
1. Gaza death toll from Israeli war surpasses 61,000, including 188 from hunger
– https://tinyurl.com/2fewc56w


