গাজায় বর্বর ইসরায়েলি হামলায় নিহত ছাড়াল ৬১১৫৮, অনাহারে মৃত্যু ১৯৩ জনের

0
9

দিনে দিনে নৃশংসতার সীমা ছাড়িয়ে যাচ্ছে মধ্যপ্রাচ্যের দুর্বৃত্ত রাষ্ট্র ইসরায়েল। ফিলিস্তিনের গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলের আগ্রাসন প্রতিদিনই এক নতুন বিপর্যয়ের রুপ নিচ্ছে। বেসামরিক মানুষ, বিশেষ করে শিশু, নারী ও বৃদ্ধদের উপর এভাবে আগ্রাসন চালিয়ে সন্ত্রাসী ইসরায়েল সব ধরনের মানবিক সীমা অতিক্রম করেছে। গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলের গণহত্যামূলক আগ্রাসনে এখন পর্যন্ত ৬১ হাজার ১৫৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

৬ আগস্ট, বুধবার এক বিবৃতিতে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ৬ আগস্ট, বুধবার গাজার বিভিন্ন হাসপাতাল ও চিকিৎসাকেন্দ্রে ১৩৮টি মরদেহ আনা হয়েছে। আহত অবস্থায় চিকিৎসা নিচ্ছেন আরও ৭৭১ জন। মানবিক বিপর্যয়ের মুখে থাকা এই উপত্যকায় প্রতিদিনই বাড়ছে লাশের মিছিল।

খাদ্য সংকট ও চিকিৎসাসেবার ঘাটতির কারণে গাজায় দিন দিন বাড়ছে অনাহারে মৃত্যুর ঘটনা। মন্ত্রণালয় জানিয়েছে, এখন পর্যন্ত অনাহার ও অপুষ্টিতে মৃত্যু হয়েছে ১৯৩ জন ফিলিস্তিনির। এদের মধ্যে ৯৬ জনই শিশু। শুধু গত এক দিনেই অনাহারে মারা গেছেন আরও ৫ জন।

অবরুদ্ধ এই ভূখণ্ডে সহায়তা নিতে গিয়েও প্রাণ হারাতে হচ্ছে ফিলিস্তিনিদের। বুধবার ত্রাণ সংগ্রহের চেষ্টা করতে গিয়ে ইসরায়েলি বাহিনীর হামলায় মারা গেছেন ৮৭ জন, আহত হয়েছেন অন্তত ৫৭০ জন। মে মাসের শেষ সপ্তাহ থেকে এ পর্যন্ত সাহায্য নিতে গিয়ে প্রাণ হারিয়েছেন ১ হাজার ৬৫৫ জন এবং আহত হয়েছেন ১১ হাজার ৮০০ জনের বেশি।


তথ্যসূত্র:
1. Gaza death toll from Israeli war tops 61,100, including 193 from starvation
– https://tinyurl.com/2kt23kv7

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধবর্বর ইসরায়েলি হামলায় শহীদ আরও ৮৩ ফিলিস্তিনি, ভয়াবহ আকার ধারণ করছে দুর্ভিক্ষ
পরবর্তী নিবন্ধমার্কিন সেনাঘাঁটিতে সহকর্মীদের গুলি করল সার্জেন্ট, আহত ৫