মার্কিন সেনাঘাঁটিতে সহকর্মীদের গুলি করল সার্জেন্ট, আহত ৫

0
8

যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের ফোর্ট স্টেওয়ার্ট সেনাঘাঁটিতে এক সেনার এলোপাতাড়ি গুলিতে অন্তত পাঁচ সেনা সদস্য আহত হয়েছে। স্থানীয় সময় ৬ আগস্ট, বুধবার সকালে ঘটে যাওয়া এই ঘটনায় হামলাকারীকে আটক করা হয়েছে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

প্রতিবেদনে বলা হয়, গুলি চালানো সেনা সদস্যের নাম কর্নেলিয়াস রেডফোর্ড। ২৮ বছর বয়সী এই সার্জেন্ট ফ্লোরিডার জ্যাকসনভিলের বাসিন্দা এবং ফোর্ট স্টেওয়ার্টের দ্বিতীয় ব্রিগেডের অধীন কর্মরত ছিল। সে ২০১৮ সালে অটোমেটেড লজিস্টিক স্পেশালিস্ট হিসেবে সেনাবাহিনীতে যোগ দেয়।

বুধবার সকালে সার্জেন্ট কোরনেলিয়াস র‍্যাডফোর্ড (২৮) হঠাৎ করেই তার ব্যক্তিগত আগ্নেয়াস্ত্র নিয়ে সহকর্মীদের দিকে গুলি ছোড়ে। ঠিক কী কারণে এই হামলা চালানো হয়েছে তা এখনো স্পষ্ট নয়। তবে ঘটনার পরই সাময়িকভাবে ঘাঁটিটি লকডাউন করে ফেলে কর্তৃপক্ষ।

সেনাবাহিনী জানিয়েছে, গোলাগুলিতে আহতরা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। এদের মধ্যে তিনজনের শরীরে অস্ত্রোপচার করা হয়েছে।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের সাভান্না শহর থেকে প্রায় ৬৪ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত ফোর্ট স্টুয়ার্ট যুক্তরাষ্ট্রের মিসিসিপি নদীর পূর্ব দিকের সবচেয়ে বড় সেনাঘাঁটি। এটি মার্কিন সেনাবাহিনীর ৩য় ইনফ্যান্ট্রি ডিভিশনের হাজার হাজার সদস্য এবং তাদের পরিবারগুলোর আবাসস্থল।


তথ্যসূত্র:
1. A Sergeant Is Accused of Shooting 5 Soldiers in His Unit at Fort Stewart
– https://tinyurl.com/bdh9vppt
2. Sergeant in custody after shooting five soldiers on Georgia base, army says
– https://tinyurl.com/39sek97n

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধগাজায় বর্বর ইসরায়েলি হামলায় নিহত ছাড়াল ৬১১৫৮, অনাহারে মৃত্যু ১৯৩ জনের
পরবর্তী নিবন্ধগাজার ক্ষুধার্ত মানুষের উপর ইহুদিবাদী সন্ত্রাসীদের নির্মম নিষ্ঠুরতা