
টানা ভারি বৃষ্টিতে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ভয়াবহ আকারে বৃদ্ধি পেয়েছে কাপ্তাই হ্রদের পানি; যা একের পর এক পরিমাণ বাড়িয়ে দফায় দফায় হ্রদ হতে পানি ছেড়ে দেওয়া হলেও বিপদসীমা ছাড়িয়ে চলেছে।
এদিকে হ্রদে অতিরিক্ত পানি বৃদ্ধির ফলে তলিয়ে গেছে সদরসহ রাঙামাটি জেলার বাঘাইছড়ি, লংগদু, নানিয়ারচর, বরকল, জুরাছড়ি, কাপ্তাই ও বিলাইছড়ি উপজেলার নিচু এলাকা। এতে বর্তমানে অন্তত ৩০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন বলে খবর পাওয়া যায়।
গণমাধ্যমের বরাতে জানা যায়, রাঙামাটি সদর উপজেলার রিজার্ভমুখ, পুরানবস্তি, জুলুক্যাপাহাড়, রাজদ্বীপ, পাবলিক হেলথ, শান্তিনগর, পুরান বাসস্ট্যান্ড, মানিকছড়ি, রাঙাপানি, আসামবস্তি, বালুখালী, মগবান, জীবতলী, বন্দুকভাঙা, কুতুকছড়ি এলাকার হ্রদ তীরবর্তী নিচু এলাকা পানিতে তলিয়ে গেছে। এতে পানিবন্দি হয়ে মানবেতর পরিস্থিতির শিকার হাজারও মানুষ। শহরের রাঙাপানি-আসামবস্তি সড়কে পানি উঠেছে।
বাঘাইছড়ি উপজেলার আটটি ইউনিয়নের মধ্যে পাঁচটি বঙ্গলতলী, মারিশ্যা, রূপকারী, খেদারমারা, বাঘাইছড়ি ও আমতলী ইউনিয়নের অনেক গ্রাম ও ফসলের মাঠ পানিতে তলিয়ে গেছে। এছাড়া বাঘাইছড়ি পৌর এলাকার ৯টি ওয়ার্ডের মধ্যে ৫টি ওয়ার্ড পানিতে তলিয়ে বন্ধ হয়ে গেছে অভ্যন্তরীণ সড়ক যোগাযোগ ব্যবস্থা। কাচালং নদী এবং কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধির ফলে ওই সব নিচু এলাকা প্লাবিত হয়েছে।
তথ্যসূত্র:
১. কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি, রাঙামাটির ৩০ হাজার মানুষ পানিবন্দি
– https://tinyurl.com/54y3nrc4


