নোয়াখালীর সেনবাগে ভয়াবহ অগ্নিকাণ্ডে শত কোটি টাকার ক্ষয়ক্ষতি

0
37

নোয়াখালীর সেনবাগের অন্যতম বাণিজ্যিক কেন্দ্র সেবারহাট বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় কয়েকটি উৎপাদনমুখী কারখানাসহ ২৫টির বেশি দোকান পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট, সেনাবাহিনী ও স্থানীয়দের সহযোগিতায় প্রায় তিন ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি,অগ্নিকান্ডে প্রায় শত কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা গণমাধ্যমকে জানান, শনিবার (০৯ আগস্ট) দিবাগত রাত আনুমানিক সাড়ে বারোটার দিকে সেবারহাট বাজারের মহিব উল্যাহর প্লাইউডের কারখানায় আগুন লাগার পর মুহূর্তেই তা আশপাশের প্রায় ২৫টি দোকান ও বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে, প্রথমে ফায়ার সার্ভিসের ৩ টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। আগুনের তীব্রতা বাড়ায় যোগ দেয় আরো ২ ইউনিট। তাদের সহযোগিতা করে সেনাবাহিনী ও স্থানীয়রা। প্রায় তিন ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। ততোক্ষণে পুড়ে ছাই হয়ে যায় বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠান।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, অগ্নিকাণ্ডে ক্ষতির পরিমাণ শতকোটি টাকা ছাড়িয়ে যেতে পারে। তবে, এখন পর্যন্ত আগুন লাগার সঠিক কারণ ও ক্ষয়-ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।


তথ্যসূত্র:
১.নোয়াখালীর সেনবাগে ভয়াবহ অগ্নিকাণ্ডে শত কোটি টাকার ক্ষয়ক্ষতি
-https://tinyurl.com/yj8vnyar

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধগাজায় অনাহার-অপুষ্টিতে আরও ১১ জনের মৃত্যু
পরবর্তী নিবন্ধহাসিনার আর্শিবাদপুষ্ট কর্মকর্তাদের ‘প্রটেকশন’ ও প্রমোশন দিচ্ছে অন্তবর্তী সরকারের ৪ উপদেষ্টা