
ইহুদিবাদী দখলদার ইসরায়েলের নির্মম অবরোধের মুখে মানবিক সহায়তার জন্য আকাশপথে ফেলা একটি বাক্সের নিচে চাপা পড়ে ১৪ বছর বয়সী মুহান্নাদ ইদের মৃত্যু হয়েছে। গাজার আল-নুওয়াইরি পাহাড়ের পশ্চিমে নুসাইরাত শরণার্থী শিবিরের কাছে ৯ আগস্ট, শনিবার এ হৃদয়বিদারক ঘটনা টি ঘটে। এটি গত জুলাই মাস থেকে শুরু হওয়া বিমান সহায়তা কার্যক্রমের মধ্যে চতুর্থ মৃত্যুর ঘটনা। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, এই ধরনের ঘটনায় এখন পর্যন্ত ২৩ জন নিহত এবং ১২৪ জনের বেশি আহত হয়েছেন।
মুহান্নাদ ইদ (৯ আগস্ট) শনিবার সকালে গাজার আল-নুওয়াইরি এলাকায় বিমান থেকে ফেলা সাহায্যের বাক্স সংগ্রহ করতে গিয়ে মৃত্যুর মুখে পড়ে। ঘটনাস্থল থেকে তাকে আল-আওদা হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। একই দিনের শুরুতে গাজা সিটির আল-ইয়ারমুক এলাকায় আরেকজন ফিলিস্তিনি সাহায্য বাক্সের নিচে চাপা পড়ে মারা যান। এর আগে আল-জাওয়াইদায় একটি তাবুতে পড়ে যাওয়া বাক্সের নিচে চাপা পড়ে একজন নার্স এবং ১১ বছর বয়সী একটি শিশুর মৃত্যু হয় একইভাবে।
গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, ইসরায়েলি দখলদার বাহিনীর নিয়ন্ত্রণাধীন এলাকায় বা জোরপূর্বক খালি করা অঞ্চলে বেশিরভাগ সাহায্য প্যাকেজ ফেলা হচ্ছে, যা সংগ্রহ করতে গিয়ে বেসামরিক লোকজন সরাসরি ইসরায়েলি সেনাদের গুলির লক্ষ্যে পরিণত হচ্ছেন।
গাজার মানুষের উপর ইহুদিবাদী দখলদার ইসরায়েলের নির্মমতা দিন দিন বাড়ছে। আকাশপথে সাহায্য পাঠানোর নামে আরও বেশি মানুষের প্রাণহানি হচ্ছে, কিন্তু পশ্চিমা বিশ্ব ও আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরবতা এই গণহত্যাকে সমর্থন এমনকি সহযোগিতা করে চলেছে।
তথ্যসূত্র:
1. Updates: Gaza child crushed by aid drop as Israel kills 21 more seeking aid
– https://tinyurl.com/4rev3zu2
2. Palestinian boy killed by air-dropped aid box in central Gaza
– https://tinyurl.com/4e8aupmh


