
লক্ষ্মীপুরে একটি একনলা বন্দুকসহ জেলা যুবদলের সাবেক যুগ্ন আহবায়ক একেএম ফরিদ উদ্দিনকে আটক করেছে সেনাবাহিনী। এ সময় উদ্ধার করা হয় নগদ ১ লাখ ৫ হাজার টাকা।
রোববার (১০ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে সদর উপজেলার দক্ষিণ হামছাদি ইউনিয়নের পালের হাট এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক ফরিদ উদ্দিন পালের হাট এলাকার মৃত আবুল কালামের ছেলে। সে সন্ত্রাসী ফরিদ বাহিনীর প্রধান। তার বিরুদ্ধে হত্যাসহ ১৪টি মামলা রয়েছে বলে জানিয়েছে সেনাবাহিনী।
লক্ষ্মীপুর সেনা ক্যাম্পের ক্যাপ্টেন রাহাত খান গণমাধ্যমকে জানান, রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে লক্ষ্মীপুর সদর উপজেলার দক্ষিণ হামছাদি ইউনিয়নের পালেরহাট এলাকায় অভিযান চালায় সেনাবাহিনী। এসময় যুবদল নেতা ফরিদের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে একটি একনলা বন্দুক ও নগদ ১ লাখ ৫ হাজার টাকাসহ যুবদল নেতা ফরিদকে আটক করা হয়।
তথ্যসূত্র:
১. লক্ষ্মীপুরে অস্ত্রসহ যুবদল নেতা আটক
– https://tinyurl.com/yr9ujpbs


