হামাসকে সন্ত্রাসী সংগঠন বলল ভারতের সেনাপ্রধান

0
79

ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসকে সন্ত্রাসী সংগঠন আখ্যা দিয়েছে হিন্দুত্ববাদী ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। সে বলেছে, হামাসকে ভারতের নিরাপত্তার জন্য উদ্বেগজনক সন্ত্রাসী সংগঠনের তালিকায় রাখা হবে।

গত ১১ আগস্ট ভারতের গণমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, ভারতের চেন্নাইয়ে আইআইটি মাদ্রাজের একটি অনুষ্ঠানে সে এ কথা বলেছে।

জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেছে, হামাস, লস্কর-ই-তইয়েবা, দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট এবং আরও কিছু সংগঠন রয়েছে, যেগুলো ভারতের নিরাপত্তার জন্য স্থায়ী উদ্বেগের কারণ।


তথ্যসূত্র:
1. Army Chief Upendra Dwivedi Labels Hamas A Terrorist Group For First Time
– https://tinyurl.com/383w86vj

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধমালিতে ৩টি শত্রু সেনা অবস্থানের নিয়ন্ত্রণ নিয়েছেন মুজাহিদিনরা
পরবর্তী নিবন্ধকেনিয়ায় শত্রু সামরিক কনভয়ে শাবাবের হামলা: হতাহত ৩০ শত্রু সৈন্য