গাজায় একদিনে শহীদ ৬৯, মোট প্রাণহানি ৬১ হাজার পেরিয়েছে

0
24

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় দখলদার ইসরায়েলি বাহিনীর গোলাবর্ষণে ১১ আগস্ট, সোমবার আরও ৬৯ জন শহীদ হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ৩৬২ জন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আনাদোলু এজেন্সি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী বর্বর ইসরায়েলি বাহিনীর আগ্রাসনে গাজায় এ পর্যন্ত মোট শহীদের সংখ্যা পৌঁছেছে ৬১ হাজার ৪৯৯ জনে। এছাড়াও শহীদের পাশাপাশি আহত হয়েছেন আরও ১ লাখ ৫৩ হাজার ৫৭৫ জন ফিলিস্তিনি।

মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, হাসপাতালে যেসব নিহত ও আহতকে আনা সম্ভব হয়েছে- কেবল তাদেরকেই হিসেবের মধ্যে ধরা হয়েছে। ধ্বংসস্তূপের তলায় এবং সড়কে এমন অনেক মৃতদেহ পড়ে আছে- যাদের হাসপাতালে আনা সম্ভব হয়নি। প্রয়োজনীয় উদ্ধার সরঞ্জামের অভাব এবং ইসরায়েলি বাহিনীর বোমাবর্ষণ এজন্য দায়ী। ফলে ইসরায়েলি বাহিনীর আগ্রাসনে আহত ও নিহতের মোট সংখ্যা আরও অনেক বেশি।

গাজায় সামরিক আগ্রাসন চালানোর পাশাপাশি সেখানে খাদ্য ও ত্রাণ সামগ্রীর প্রবেশও সীমিত করেছে সন্ত্রাসী ইসরায়েল। ফলে দুর্ভিক্ষ পরিস্থিতি দেখা দিয়েছে সেখানে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, আগ্রাসনের শুরু থেকে এ পর্যন্ত গাজায় অনাহারে এবং অপুষ্টিতে ভুগে মৃত্যু হয়েছে ২২২ জনের। এদের মধ্যে ১০১ জনই শিশু। সোমবার খাদ্যাভাব ও অপুষ্টিজনিত কারণে মৃত্যু হয়েছে এক শিশুসহ ৫ জনের।

খাদ্য ও ত্রাণ নিতে আসা ফিলিস্তিনিদেরও নির্বিচারে গুলি করছে দখলদার ইসরায়েলি সেনারা। ত্রাণ নিতে গিয়ে গাজায় এ পর্যন্ত শহীদ হয়েছেন মোট ১ হাজার ৭৭২ জন। অপুষ্টিজনিত কারণে যাদের মৃত্যু হয়েছে এবং ত্রাণ নিতে গিয়ে যারা শহীদ হয়েছেন, তাদেরকেও মোট নিহত ও আহতের তালিকায় অন্তর্ভুক্ত করেছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।


তথ্যসূত্র:
1. Gaza death toll reaches 61,500 as Israel escalates genocidal war on Palestinians
– https://tinyurl.com/5xzy3vza

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধদোহা চুক্তি ছিল আফগানিস্তানে আমেরিকার পরাজয়ের লিখিত স্বীকৃতি: আনাস হক্কানী
পরবর্তী নিবন্ধআল কাসসাম, আল–আকসা ও সালাহউদ্দিন ব্রিগেডের যৌথ অভিযানে ২ দখলদার সেনা নিহত