দখলদার ইসরায়েলের জন্য লুকিয়ে অস্ত্র আনছিল সৌদি জাহাজ, ইতালিতে আটক

0
12

ইহুদিবাদী ইসরায়েলের জন্য যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র বহনকারী সৌদি আরবের একটি জাহাজ ইতালির জেনোয়া বন্দরে আটকে দিয়েছে সেখানকার কর্মীরা। বাহরি ইয়ানবু নামের এ জাহাজটি ৮ আগস্ট, শুক্রবার বন্দরে পৌঁছায়।

দ্য ক্রেডেলের প্রতিবেদনে বলা হয়, বন্দরকর্মীরা জানতে পারে, জাহাজটিতে ইতোমধ্যেই অস্ত্র ও গোলাবারুদ রয়েছে, যা ইসরায়েলে পৌঁছানোর কথা। এরপর প্রায় ৪০ জন কর্মী জাহাজে প্রবেশ করে অস্ত্রের উপস্থিতি নিশ্চিত করে। জেনোয়ায় আসার আগে জাহাজটি যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে গিয়েছিল এবং সেখান থেকেই অস্ত্র বোঝাই করা হয়।

ইতালির শ্রমিক ইউনিয়নের নেতারা হুঁশিয়ারি দিয়েছেন, যুদ্ধক্ষেত্রে পাঠানোর জন্য এ ধরনের অস্ত্র সামগ্রী ব্যবস্থাপনা করা ইসরায়েলের গাজায় সংঘটিত যুদ্ধাপরাধে সহায়তার শামিল। তারা যে কোনো উপায়ে এ ধরনের অস্ত্র খালাসে নিষেধাজ্ঞার অঙ্গীকার করেন।

এর আগে ২০১৯ সালেও জেনোয়া বন্দরের কর্মীরা একইভাবে অস্ত্রবাহী একটি জাহাজ আটকে দিয়েছিল। গাজায় ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ইসরায়েলের গণহত্যা চলমান থাকায় ইউরোপের বিভিন্ন দেশের বন্দরকর্মীরা ইসরায়েলমুখী অস্ত্র সরবরাহ ঠেকাতে সক্রিয় হয়েছে।

সম্প্রতি, ৪ জুন ফ্রান্সের ফোস-মার্সেই বন্দরের কর্মীরাও দখলদার ইসরায়েলের জন্য আনা অস্ত্র উপকরণ জাহাজে তুলতে অস্বীকৃতি জানায়, ফলে জাহাজটি বোঝাই না করেই ফিরে যায়।

সন্ত্রাসী ইসরায়েলের সঙ্গে প্রকাশ্যে সম্পর্ক স্বাভাবিক করার আগে ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি জানালেও, সৌদি আরবের বিরুদ্ধে গোপনে ইসরায়েলকে সহায়তার অভিযোগ রয়েছে। ২০২৩ সালে সাবেক সৌদি গোয়েন্দা কর্নেল রাবিহ আল-আনজি স্বীকার করেছিল, ইউক্রেন যুদ্ধের ফলে পশ্চিমা অস্ত্রের ঘাটতি তৈরি হওয়ায় রিয়াদ ইসরায়েলকে সহায়তা করেছে। এ বছর জুনে সে আরও জানায়, ইরানের বিরুদ্ধে যুদ্ধে ইসরায়েলকে সহায়তা দিতে সৌদি আকাশসীমা উন্মুক্ত রাখা হয়েছিল এবং ইরানি ড্রোন আটকাতেও সহায়তা দেওয়া হয়েছে।


তথ্যসূত্র:
1. Saudi shipping company denies transporting weapons to Israel
– https://tinyurl.com/3kxzemvh

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধইমারতে ইসলামিয়ায় আরও ৩২৬ জন সেনাসদস্যের উন্নত সামরিক প্রশিক্ষণ সম্পন্ন
পরবর্তী নিবন্ধইহুদিবাদী সন্ত্রাসীদের হামলায় লেবাননের সাংবাদিক নিহত