বিগত অর্থবছরে ৬৮৩০ কোটি আফগানি রাজস্ব আয় করেছে ইমারতে ইসলামিয়ার রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানসমূহ

0
71

বিগত অর্থবছরে ইমারতে ইসলামিয়ার জাতীয় রাজস্বে ৬৮৩০ কোটি আফগানি যুক্ত করেছে সরকারি মালিকানাধীন প্রতিষ্ঠানসমূহ। এই সকল প্রতিষ্ঠানে বর্তমানে ৩৪ হাজার নাগরিকের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে।

আফগানিস্তানে বর্তমানে ৪৪টি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান রয়েছে। এর মধ্যে ৩৪টি কোম্পানি পুরোপুরিভাবে সক্রিয় ও ৭টি আংশিক সক্রিয়। ইমারতে ইসলামিয়ার অর্থনীতি বিষয়ক উপপ্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এই সকল তথ্য জানানো হয়।

এই প্রতিষ্ঠানগুলো নানাবিধ কার্যক্রম সম্পাদন করে থাকে। যেমন বিদ্যুৎ উৎপাদন ও বিতরণ, নির্মাণ সামগ্রী তৈরি, খনন, পেট্রোলিয়াম পণ্য আমদানি ও বিতরণ, রাসায়নিক সার ও বীজ উৎপাদন, তুলা প্রক্রিয়াজাতকরণ, তেল পরিশোধন, গ্যাস নিষ্কাশন ও প্রক্রিয়াজাতকরণ এবং খাদ্য সামগ্রী আমদানি ও বিতরণ ইত্যাদি।

এছাড়া শিপিং ও পরিবহন, বন্দর পরিচালনা, টেলিযোগাযোগ ও ইন্টারনেট, নথিপত্র মুদ্রণ, গম সংরক্ষণ এবং অন্যান্য বিভিন্ন খাতে জনসেবা সরবরাহ করে থাকে সরকারি এই সকল প্রতিষ্ঠান।


তথ্যসূত্র:
State Companies Generate 68.3 Billion Afghanis in Revenue Last Year
– https://tinyurl.com/34fk4ypt

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধগাজার জেইতুনে তিন দিনে ৩০০-এর বেশি বাড়ি গুঁড়িয়ে দিল দখলদার ইসরায়েল
পরবর্তী নিবন্ধভিডিও || ইমারতে ইসলামিয়ার আসন্ন ৪র্থ বিজয় বার্ষিকী উপলক্ষে জনগণের আনন্দ অনুভূতি