
পশ্চিম তীরে ফিলিস্তিনি ভূখণ্ডকে কার্যত দুই ভাগে বিভক্ত করার কৌশল নিয়েছে মধ্যপ্রাচ্যের দুর্বৃত্ত রাষ্ট্র ইসরায়েল। সর্বশেষ, বিতর্কিত ই’ওয়ান বসতি সম্প্রসারণ প্রকল্পের আওতায় জেরুজালেম ও মা’আলে আদুমিম বসতিকে সংযুক্ত করে ৩ হাজার ৪০১টি নতুন বাসস্থান নির্মাণের অনুমোদন দিয়েছে ইহুদিবাদী ইসরায়েলি সরকার। ১৫ আগস্ট, শুক্রবার গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে অনুযায়ী, পরিকল্পনা বাস্তবায়িত হলে পশ্চিম তীরের উত্তর ও দক্ষিণ অংশের যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়বে।
দখলদার ইহুদিবাদী ইসরায়েলের উগ্র-ডানপন্থী অর্থমন্ত্রী ও বসতি বিষয়ক নীতি নির্ধারক বেজালেল স্মোট্রিচ ঘোষণা দিয়েছে, ই’ওয়ান প্রকল্প ফিলিস্তিনি রাষ্ট্রের ধারণাকে চিরতরে সমাধিস্থ করবে।” সে স্বীকার করে যে, এই বসতি সম্প্রসারণ আন্তর্জাতিক স্বীকৃতির বাইরে একতরফা দখলকে স্থায়ী করবে।
ফিলিস্তিনি কর্তৃপক্ষ এই পদক্ষেপকে ‘অবৈধ দখলদারিত্বের নতুন ধাপ’ হিসেবে আখ্যা দিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি জরুরি হস্তক্ষেপের আহ্বান জানিয়েছে। ফিলিস্তিনি নেতারা আশঙ্কা করছেন, নতুন বসতি স্থাপনের ফলে হাজারো বাসিন্দা বাস্তুচ্যুত হবে এবং পশ্চিম তীরের অর্থনৈতিক ও সামাজিক সংযোগ ভেঙে পড়বে।
জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন ও বহু মানবাধিকার সংস্থা দীর্ঘদিন ধরে ই’ওয়ান প্রকল্পের বিরোধিতা করে আসছে, কারণ এটি আন্তর্জাতিক আইন ও চতুর্থ জেনেভা কনভেনশন লঙ্ঘন করে। ইতোপূর্বে আন্তর্জাতিক চাপের মুখে দুই দশকের বেশি সময় প্রকল্পটি স্থগিত রাখা হয়েছিল। কিন্তু বর্তমান দখলদার ইসরায়েলি সরকার একে পুনরুজ্জীবিত করেছে।
পরিকল্পিত এলাকা অধিকৃত পশ্চিম তীরকে উত্তর ও দক্ষিণে ভাগ করে দেবে, ফলে পূর্ব জেরুজালেমকে বেথলেহেম ও রামাল্লার মতো গুরুত্বপূর্ণ শহরের সঙ্গে সংযুক্ত করে সংলগ্ন ফিলিস্তিনি ভূখণ্ড গঠন অসম্ভব হয়ে পড়বে। বিশ্লেষকরা মনে করছেন, এই পরিকল্পনা শুধুমাত্র ভৌগোলিক বিভাজনই নয়, বরং ফিলিস্তিনি জনগণের স্বশাসন, চলাচল ও অর্থনৈতিক উন্নয়নকেও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করবে। এর ফলে অঞ্চলটিতে উত্তেজনা আরও বৃদ্ধি পাবে।
তথ্যসূত্র:
1. Israel appears set to approve highly controversial 3,400-home West Bank settlement
– https://tinyurl.com/ntv9shyc
2. Israeli settlement plans will ‘bury’ idea of Palestinian state, minister says
– https://tinyurl.com/72cjb29t


