
পাকিস্তানের বান্নু এবং ওরাকজাই এজেন্সিতে ১৬ আগস্ট শনিবার, ৩টি পৃথক অভিযান পরিচালনা করেছেন ইত্তেহাদুল মুজাহিদিন পাকিস্তানের (আইএমপি) বীর মুজাহিদিনরা। এতে শত্রু বাহিনীর বহু সংখ্যক সৈন্য হতাহত এবং আর্থিক ক্ষতি হয়েছে।
আইএমপি মুখপাত্র মাহমুদুল হাসান (হাফিযাহুল্লাহ) তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে নিশ্চিত করেন যে, গত ১৬ আগস্ট সকালে, মুজাহিদিনরা ওরাকজাই এজেন্সির ডাবুরি এলাকায় একটি অতর্কিত আক্রমণ পরিচালনা করেছেন। অভিযানটি এই এলাকায় শত্রু বাহিনীর কনভয়ের সাথে যুক্ত ১টি গাড়ি ও ১টি সাঁজোয়া যান লক্ষ্য করে চালানো হয়। এতে শত্রু বাহিনীর গাড়িটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং সাঁজোয়া যানটি আংশিক ক্ষতিগ্রস্ত হয়। ফলশ্রুতিতে মুজাহিদদের অতর্কিত এই অভিযানে শত্রু বাহিনীর ৩ সৈন্য নিহত এবং আরও ২ সৈন্য আহত হয়।
মুখপাত্র মাহমুদুল হাসান জানান, মুজাহিদিনরা বান্নু জেলাতেও শত্রু বাহিনীর বিরুদ্ধে বীরত্বপূর্ণ সফল অভিযান পরিচালনা করেছেন। এরমধ্যে মুজাহিদিনরা প্রথম অভিযান পরিচালনা করেন জেলাটির জানি-খেইল সীমান্তে অবস্থিত শত্রু বাহিনীর একটি সামরিক দুর্গ লক্ষ্য করে, যা দেড় ঘন্টা স্থায়ী হয়। মুজাহিদদের এই হামলার শিকার শত্রু বাহিনী তাদের শক্তিবৃদ্ধির লক্ষ্যে আরও একটি দল ভারী অস্ত্র ও ট্যাংক নিয়ে উক্ত এলাকায় প্রবেশের চেষ্টা করে। এসময় মুজাহিদদের অন্য একটি ইউনিট লেজার বন্দুক, হালকা ও ভারী অস্ত্র ব্যবহার করে শত্রু বাহিনীর শক্তিবৃদ্ধির জন্য আসা দলটির উপর তীব্র অতর্কিত আক্রমণ চালান। মুজাহিদদের এই অভিযানে শত্রু বাহিনীতে ব্যাপক হতাহতের ঘটনার পাশাপাশি প্রচুর বস্তুগত ক্ষতি হয়।
এদিকে শনিবার দুপুর ১২ টায়, মুজাহিদিনরা বান্নু জেলার জানি খেইল সীমান্তের ওয়ালি-নূর-কিলা এলাকায় আরও একটি সফল অভিযান পরিচালনা করেন। মুজাহিদিনরা হালকা ও ভারী অস্ত্র ব্যবহার করে শত্রু বাহিনীর একটি দলের বিরুদ্ধে এই আক্রমণটি শুরু করেন। আর দীর্ঘ সময় ধরে চলা এই পাল্টাপাল্টি যুদ্ধে মুজাহিদদের হাতে শত্রু বাহিনীতে ব্যাপক প্রাণহানি ও বস্তুগত ক্ষতির ঘটনা ঘটে।
তথ্যসূত্র:
– https://tinyurl.com/bp58f89n
– https://tinyurl.com/y2t6wavu
– https://tinyurl.com/bdtff8pm


