
মধ্যপ্রাচ্যের দুর্বৃত্ত ইসরায়েল বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপের প্রচেষ্টা ব্যর্থ হওয়ায় পদত্যাগ করেছে নেদারল্যান্ডসের পররাষ্ট্রমন্ত্রী ক্যাসপার ভেল্ডক্যাম্প। এর ফলে ডাচ রাজনীতিতে ব্যাপক অস্থিরতা তৈরি হয়েছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।
ভেল্ডক্যাম্প মধ্য-ডানপন্থি নিউ সোশ্যাল কন্ট্রাক্ট পার্টির সদস্য। সে ২২ আগস্ট, শুক্রবার ঘোষণা করে, সহকর্মী মন্ত্রীদের বাধার কারণে গাজার সামরিক আক্রমণের মধ্য-ডানপন্থি অর্থপূর্ণ ব্যবস্থা গ্রহণ সম্ভব হয়নি।
তার প্রস্তাবের মধ্যে ছিল—ফিলিস্তিনিদের বিরুদ্ধে বসতি স্থাপনকারীদের সহিংসতা উসকে দেয়ার অভিযোগে ইসরায়েলি মন্ত্রী বেজালেল স্মোট্রিচ ও ইটামার বেন-গভিরের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা এবং নৌবাহিনীর জাহাজের যন্ত্রাংশের জন্য রপ্তানি পারমিট বাতিল।
ভেল্ডক্যাম্প সাংবাদিকদের বলেছে, ‘আমি গাজা সিটির হামলা, পশ্চিম তীরের সহিংসতা, বিতর্কিত ই-১ বসতি এবং পূর্ব জেরুজালেমে যা ঘটছে—সবই দেখতে পাচ্ছি। পরিস্থিতি ক্রমেই অবনতির দিকে যাচ্ছে।’
ভেল্ডক্যাম্পের পদত্যাগের পর তার দল নিউ সোশ্যাল কন্ট্রাক্ট-এর সব মন্ত্রী ও রাষ্ট্র সচিব সংহতি প্রকাশ করে তত্ত্বাবধায়ক সরকার থেকেও সরে দাঁড়িয়েছে। এ ঘটনা এমন সময়ে ঘটলো যখন ইউরোপীয় ইউনিয়ন ইউক্রেনকে নিরাপত্তা নিশ্চয়তা দেয়ার পরিকল্পনা করছে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে।
প্রতিবেদনে বলা হয়, ভেল্ডক্যাম্প সংসদের ভেতরে ক্রমবর্ধমান চাপের মুখে ছিল, বিশেষত বিরোধী দলগুলো ইসরায়েলের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞার দাবি জানিয়ে আসছিল। কয়েক সপ্তাহ আগে সে দুই ইসরায়েলি মন্ত্রীর বিরুদ্ধে ভ্রমণ নিষেধাজ্ঞা ঘোষণা করেছিল, তবে গাজা সিটিতে ইসরায়েলি হামলার পর দাবি আরও তীব্র হয়। এছাড়া সে ইসরায়েলের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের বাণিজ্য চুক্তি স্থগিত করার জন্যও চাপ দিচ্ছিল, তবে জার্মানির বিরোধিতার কারণে হতাশায় পড়ে।
ইসরায়েলের ওপর সীমিত নিষেধাজ্ঞা সত্ত্বেও নেদারল্যান্ডস এখনও দখলদার দেশটির এফ-৩৫ যুদ্ধবিমান প্রকল্পের সরবরাহ শৃঙ্খলকে সমর্থন করছে। গবেষণায় দেখা গেছে, রটারডাম বন্দরে প্রায়শই ইসরায়েলের জন্য এফ-৩৫ বহনকারী জাহাজ নোঙর করে, যেগুলো ডেনিশ শিপিং কোম্পানি মারস্ক পরিচালনা করে। গাজায় বোমা হামলায় এই জেট ব্যবহৃত হয়েছে, যার ফলে উপত্যকার বেশিরভাগ এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয় এবং ২০২৩ সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত ৬২ হাজারের বেশি ফিলিস্তিনি প্রাণ হারান।
তথ্যসূত্র:
1.Dutch foreign minister resigns over Israel sanctions deadlock
– https://tinyurl.com/3zb3dxa3


