
ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্তের পর অস্ট্রেলিয়াকে নিয়ে দখলদার ইসরায়েলি সরকারের একের পর এক কটাক্ষের প্রেক্ষাপটে লাখ লাখ অস্ট্রেলিয়ান ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভ সমাবেশ করেছে।
২৪ আগস্ট, রবিবার প্যালেস্টাইন অ্যাকশন গ্রুপ জানিয়েছে, রবিবার অস্ট্রেলিয়াজুড়ে ৪০টিরও বেশি বিক্ষোভ হয়েছে। এর মধ্যে রাজধানী সিডনি, ব্রিসবেন এবং মেলবোর্নে বিপুল সংখ্যক জনতা জড়ো হয়।
দেশব্যাপী প্রায় ৩ লাখ ৫০ হাজার মানুষ সমাবেশে অংশ নেন। সিডনি থেকে বিক্ষোভের নেতৃত্ব দেওয়া জোশ লিস বলেছেন, অস্ট্রেলিয়ানরা গাজায় এই গণহত্যা বন্ধ করার দাবিতে এবং আমাদের সরকারকে দখলদার ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানাতে বেরিয়েছেন।
সমাবেশে অংশগ্রহণকারীরা অনেকেই ফিলিস্তিনের পতাকা হাতে ‘ফ্রি, ফ্রি প্যালেস্টাইন’ স্লোগান দিচ্ছিলেন। তারা ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে বিভিন্ন প্ল্যাকার্ড প্রদর্শন করেন। বিক্ষোভকারীরা ইসরায়েলের সঙ্গে অস্ট্রেলিয়ার সম্পর্ক ছিন্ন করার দাবি জানান।
দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু এই সপ্তাহে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের ওপর ব্যক্তিগত আক্রমণ তীব্র করে। সে আলবানিজকে ‘দুর্বল নেতা’ বলে কটাক্ষ করে।
ফ্রান্স, ব্রিটেন এবং কানাডার অনুরূপ পদক্ষেপের পর ১১ আগস্ট অস্ট্রেলিয়ার সরকার ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দেয়। এই ঘোষণার পর অস্ট্রেলিয়া ও ইসরায়েলের মধ্যে কূটনৈতিক সম্পর্ক তিক্ত হয়ে ওঠে।
১১ আগস্টের এই ঘোষণাটি সিডনির ঐতিহাসিক হারবার ব্রিজ পেরিয়ে লাখ লাখ মানুষ শান্তি ও গাজায় ত্রাণ সরবরাহের আহ্বান জানিয়ে মিছিল করার কয়েকদিন পরই আসে।
তথ্যসূত্র:
1.Widespread protests held in Australia to support Palestinians
– https://tinyurl.com/5dsy3e3y
2. Pro-Palestine protests draw massive crowds
– https://tinyurl.com/4yakvx2w


