ইসরায়েলি কারাগারে পরিকল্পিতভাবে অনাহারে রাখা হচ্ছে ফিলিস্তিনি বন্দিদের

0
46

অবৈধ দখলদার ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনি বন্দিদের ওপর পরিকল্পিতভাবে ক্ষুধাকে অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে। আসরা মিডিয়া অফিস (AMO) জানায়, গত বছরের ৭ অক্টোবর থেকে বন্দিদের নিয়মিত খাদ্য থেকে বঞ্চিত করে অনাহার অবস্থায় রাখা হচ্ছে। এতে তারা মারাত্মক অপুষ্টি, রোগব্যাধি ও মৃত্যুর ঝুঁকিতে পড়েছে।

১ সেপ্টেম্বর, সোমবার এক বিবৃতিতে AMO জানায়, বন্দিদের দেওয়া খাবার এতটাই অপ্রতুল ও নিম্নমানের যে ১২ জনের জন্য বরাদ্দ করা খাবার একজনের প্রয়োজনও মেটাতে সক্ষম নয়। ফলে বন্দিদের শরীর ভীষণভাবে রোগা হয়ে যাচ্ছে, অনেকের ওজন অর্ধেকে নেমে এসেছে।

খাবারের সংকটের পাশাপাশি বন্দিদের চিকিৎসাসেবা থেকেও বঞ্চিত রাখা হচ্ছে। বিভিন্ন কারাগারে ন্যূনতম স্বাস্থ্যসেবা নেই, নেই ওষুধ কিংবা সঠিক চিকিৎসা সেবা। দুর্বল শরীরের কারণে সাধারণ রোগও ভয়ংকর আকার ধারণ করছে। মুক্তি পাওয়া প্রায় সব বন্দিকেই পরিবারের কাছে ফেরার আগে সরাসরি হাসপাতালে ভর্তি করতে হচ্ছে।

AMO স্পষ্টভাবে জানিয়েছে, এই নীতি কোনো নিম্নপদস্থ কর্মকর্তার কাজ নয়; বরং সন্ত্রাসী ইসরায়েলের চরমপন্থী সরকারের সরাসরি নির্দেশে কার্যকর হচ্ছে। সরকারের কয়েকজন মন্ত্রী প্রকাশ্যে বলেছে, বন্দিদের জন্য খাবারকে “অপ্রয়োজনীয় বিলাসিতা” হিসেবে দেখা উচিত। অর্থাৎ, ফিলিস্তিনি বন্দিদের ওপর পরিকল্পিতভাবে ক্ষুধা চাপিয়ে দেওয়া হচ্ছে।

ক্ষুধা ও চিকিৎসাহীনতায় ইতোমধ্যেই বহু বন্দির মৃত্যু হয়েছে। চলতি বছরের মার্চে মাত্র ১৭ বছর বয়সী ফিলিস্তিনি কিশোর বন্দি ওয়ালিদ আহমদ মেগিডো কারাগারে মৃত্যুবরণ করেন। ময়নাতদন্তে প্রমাণিত হয় যে, দীর্ঘ সময় ধরে ক্ষুধা ও পুষ্টিহীনতা ই ছিল তার মৃত্যুর প্রধান কারণ।

AMO জানিয়েছে, ওয়ালিদের মৃত্যু কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। আরও বহু বন্দিকে ধীরে ধীরে মৃত্যুমুখে ঠেলে দেওয়া হচ্ছে। ক্ষুধার কারণে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট হয়ে গিয়ে তাদের মধ্যে দ্রুত ছড়িয়ে পড়ছে সংক্রমণ ও জটিল রোগ।

মানবাধিকার সংস্থাগুলো বলছে, খাদ্য ও চিকিৎসার অধিকার মানবজাতির মৌলিক অধিকার, যা কেড়ে নেওয়া কোনো রাষ্ট্রের এখতিয়ার নেই। তাছাড়া যুদ্ধকালীন বন্দিদের ক্ষেত্রেও খাবার, চিকিৎসা ও মানবিক সুরক্ষা দেওয়া বাধ্যতামূলক। অথচ ইসরায়েলি কারাগারগুলোতে এসব অধিকারকে প্রকাশ্যে পদদলিত করা হচ্ছে।


তথ্যসূত্র:
1. 1 killed, 3 injured after small planes collide midair at Colorado airport
– https://tinyurl.com/mwu6ak65

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধভূমিকম্পে আহতদের সেবায় তৎপর তালিবান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মেডিক্যাল টিম
পরবর্তী নিবন্ধপাকিস্তানে শত্রু বাহিনীর বিরুদ্ধে ইত্তেহাদুল মুজাহিদিনের রিমোট কন্ট্রোল বোমা হামলা: হতাহত ৫ এরও অধিক