গাজায় গর্ভবতী নারী-শিশুসহ আরো ৫৯ ফিলিস্তিনিকে হত্যা করল দুর্বৃত্ত ইসরায়েল

0
25

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলের লাগাতার হামলায় রক্ত ঝরছে প্রতিদিনই। সর্বশেষ দখলদারদের বোমায় ১ সেপ্টেম্বর, সোমবার প্রাণ গেছে অন্তত ৫৯ ফিলিস্তিনির। নিহতদের মধ্যে রয়েছেন এক গর্ভবতী নারী ও তার অনাগত শিশু।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, গাজা সিটিতে দখলদার ইসরায়েলি সেনারা শাতি শরণার্থী শিবিরের কাছে ব্যাপক আগ্রাসন চালায়। সেখানে এক গর্ভবতী নারী ও তার অনাগত শিশুকে হত্যা করা হয়েছে। একই হামলায় আরও এক শিশুও প্রাণ হারিয়েছে। স্থানীয় সংবাদ সংস্থা ওয়াফা ও আল-শিফা হাসপাতালের চিকিৎসকরা বিষয়টি নিশ্চিত করেছেন।

শুধু তাই নয়, গাজার দক্ষিণাংশে জায়তুন ও সাবরা এলাকায়ও ভয়াবহ বোমা বর্ষণ করে বর্বর ইসরায়েলি বাহিনী। এই হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। গত এক মাস ধরে চলা আগ্রাসনে এ পর্যন্ত এক হাজারেরও বেশি ভবন মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে দখলদার সেনারা।

দিনের শুরুতেই নাসের স্ট্রিটের ব্যস্ত বাজারে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আল জাজিরার সাংবাদিক মোয়াথ আল-খালুত জানান, বাজারে হঠাৎ বিমান হামলায় চারজন নিহত ও বহু মানুষ আহত হন। তিনি বলেন, মানুষ জানে না কোথায় যাবে, কোথায় আশ্রয় নেবে। শহরের প্রতিটি কোণায়ই হামলা চলছে।

যুদ্ধের পাশাপাশি গাজায় এখন প্রকট হয়ে উঠেছে দুর্ভিক্ষ। বর্তমানে গাজায় যে মানবিক সহায়তা ঢুকছে, তা প্রয়োজনের তুলনায় মাত্র ১৫ শতাংশ। জাতিসংঘ একে ‘মানবসৃষ্ট দুর্ভিক্ষ’ আখ্যা দিয়েছে। সোমবার খাদ্যসংকটে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। গত বছরের অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধে এ পর্যন্ত ক্ষুধা ও অনাহারে প্রায় ৩৫০ জন প্রাণ হারিয়েছেন, যাদের এক-তৃতীয়াংশই শিশু।


তথ্যসূত্র:
1. Israeli forces kill pregnant woman and her unborn baby in Gaza City assault
– https://tinyurl.com/4ja55hzb

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধফটো রিপোর্ট ।। আফগানিস্তানে তীব্র ভূমিকম্পে ব্যাপক ধ্বংসযজ্ঞ, উদ্ধার ও সহায়তা কার্যক্রম অব্যাহত
পরবর্তী নিবন্ধভারতে পানির পাত্র স্পর্শ করায় দলিত শিশুকে উল্টো ঝুলিয়ে মারধর করলো উচ্চ বর্ণের হিন্দুরা