যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানল

0
60

যুক্তরাষ্ট্রের উত্তর ক্যালিফোর্নিয়া অঞ্চলের বজ্রপাত থেকে সৃষ্ট দাবানলে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। বিস্তৃত এলাকাজুড়ে ছড়িয়ে পড়া দাবানলে বহু লোক বাড়ি ছেড়েছে এবং ইতিহাসখ্যাত ‘চাইনিজ ক্যাম্প’ শহরের বড় অংশ পুড়ে ছাই হয়ে গেছে।

ক্যালিফোর্নিয়া ফরেস্ট্রি অ্যান্ড ফায়ার প্রটেকশন বিভাগ জানায়, ২ সেপ্টেম্বর, মঙ্গলবার বজ্রপাতের পর ২২টি আলাদা আলাদা আগুন ছড়িয়ে পড়ে এবং বুধবার পর্যন্ত ১৩ হাজার একর বন, ঝোপঝাড় ও শুকনো ঘাসভূমি পুড়ে গেছে। আগুনের বিস্তারকে আরও ভয়াবহ করে তুলেছে প্রবল বাতাস।

সিয়েরা নেভাদার পশ্চিম ঢালে অবস্থিত ছোট্ট গ্রাম ‘চাইনিজ ক্যাম্প’ আগুনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। যেখানে শতাধিক লোকের বসবাস।

ক্যালফায়ারের মুখপাত্র জাইমি উইলিয়ামস জানায়, দাবানলে শহরের দুটি ঐতিহাসিক ভবন ধ্বংস হয়ে গেছে।

ক্যালফায়ার জানিয়েছে, পুরো চাইনিজ ক্যাম্প শহর এবং টুয়ালোমি ও পাশের ক্যালাভেরাস কাউন্টির আরও কিছু এলাকায় এখনো জরুরি সরিয়ে নেওয়ার নির্দেশ বলবৎ আছে। ক্ষয়ক্ষতির পুরো হিসাব এখনো জানা যায়নি।


তথ্যসূত্র:
1. Wildfires blaze across California Gold Country, ravage historic town
– https://tinyurl.com/3junt698
2. Wildfire Burns Through Historic California Gold Rush Town
– https://tinyurl.com/4dweycm5

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধদখলদার ইসরায়েলের রাতভর অভিযান: সিরিয়ার কুনেইত্রায় সাত সিরীয় মুসলিম আটক
পরবর্তী নিবন্ধপ্রায় দুই বছরে ইসরায়েলি আগ্রাসনে প্রতিবন্ধী হয়েছে অন্তত ২১ হাজার শিশু