ঝাড়খণ্ডের জঙ্গলে দুই ভারতীয় সেনা নিহত, আহত আরও এক জন

0
129

ভারতের ঝাড়খণ্ডে মাওবাদীদের সাথে সংঘর্ষে দুই ভারতীয় সেনা নিহত হয়েছে। ৩ সেপ্টেম্বর, বুধবার রাত সাড়ে ১২টা থেকে অভিযান শুরু হয়। ওই অভিযানের সময় মাওবাদীদের গুলিতে দুই সেনা মারা যায়।

এ ঘটনায় আহত হয়েছে আরও এক ভারতীয় সেনা। তাকে উদ্ধার করে পালামুর মেদনিরাই মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

নিহত সেনাদের নাম সনাতন কুমার ও সুনীল রাম।

সাম্প্রতিক সময়ে ছত্তীসগঢ় এবং ঝাড়খণ্ডে ধারাবাহিক ভাবে দমন অভিযান চালাচ্ছে ভারতের বাহিনী। বুধবার পালামুর মানাতু থানা এলাকার কেদল গ্রামে জঙ্গলের মধ্যে মাওবাদী দমন অভিযানে নামে বাহিনী। রাত সাড়ে ১২টা থেকে অভিযান শুরু হয়। ওই অভিযান চলাকালীন মাওবাদীদের গুলিতে দুই জওয়ানের মৃত্যু হয়েছে বলে জানায় পালামুর ডিআইজি নওশাদ আলম।

পালামুর পুলিশ সুপার রীষ্মা রমেশান জানায়, “ভারতীয় বাহিনী গ্রামে পৌঁছাতেই মাওবাদীরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। পাল্টা গুলিবিনিময়ের সময় তিন সেনা গুলিবিদ্ধ হয়।”


তথ্যসূত্র:
1. 2 security personnel killed in gunfight with Maoists in Jharkhand: Palamu DIG
– https://tinyurl.com/rauhh7ms
2. Two jawans killed in Jharkhand encounter as forces launch operation to nab Maoist leader Shashikant Ganjhu
– https://tinyurl.com/bb4sj9vn

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধগাজায় তীব্র বোমাবর্ষণ: নিহত ৭৩, নিশ্চিহ্ন পুরো পরিবার
পরবর্তী নিবন্ধব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির মিছিলে ‘ধাক্কা লাগা’ নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে আহত ৪০