
মধ্যপ্রাচ্যে ইহুদিবাদী দখলদার ইসরায়েলের সামরিক আগ্রাসনের পরিধি ক্রমেই বিস্তৃত আকার ধারণ করছে। এরই অংশ হিসেবে গত এক মাসে অন্তত ছয়টি আরব দেশে হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। কাতারের রাজধানী দোহায় সাম্প্রতিক হামলার ঘটনাটি তারই সর্বশেষ উদাহরণ।
দীর্ঘ দুই বছর ধরে ফিলিস্তিনের গাজায় প্রতিদিনই বোমাবর্ষণ চালিয়ে যাচ্ছে সন্ত্রাসী ইসরায়েল। নিয়মিত হামলা করছে লেবানন, সিরিয়া, ইয়েমেনেও। এরই মধ্যে, ৮ সেপ্টেম্বর, সোমবার তিউনিসিয়ায় গাজামুখী মানবিক সহায়তার বহরকে লক্ষ্য করে ইসরায়েলি ড্রোন হামলা চালানো হয়েছে।
অঞ্চলজুড়ে ধারাবাহিক এই হামলার কারণে নিরাপত্তা পরিস্থিতি আরও অস্থিতিশীল হয়ে উঠছে বলে আশঙ্কা করা হচ্ছে।
এর আগে, ৯ সেপ্টেম্বর, মঙ্গলবার বিকেলে দোহায় আচমকা সন্ত্রাসী হামলা চালায় দখলদার ইসরায়েল। তাদের এই হামলার লক্ষ্যবস্তু যারা ছিলেন, তারা ট্রাম্পের যুদ্ধবিরতি প্রস্তাব নিয়ে আলোচনার জন্যই সেখানে গিয়েছিলেন। হামাসের একটি সূত্র আল-জাজিরাকে এ তথ্য নিশ্চিত করেছে।
ইহুদিবাদী ইসরায়েলের এ হামলায় দু’জন নিহত হয়েছেন।
এই ঘটনার কঠোর নিন্দা জানিয়েছে কাতার। কাতারি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি এক বিবৃতিতে বলেছেন, দেশটি এই হামলাকে সর্বোচ্চ কঠোরভাবে নিন্দা জানাচ্ছে।
তিনি বলেন, এই অপরাধমূলক হামলা সমস্ত আন্তর্জাতিক আইন ও বিধিনিষেধের স্পষ্ট লঙ্ঘন এবং কাতার ও সেখানে বসবাসরত জনগণের নিরাপত্তার জন্য গুরুতর হুমকি।
তথ্যসূত্র:
1. Hamas leadership survived Israel’s assassination bid in Doha: Official
– https://tinyurl.com/ybeev8nw
2. Gaza aid flotilla says boat struck by drone at Tunisian port
– https://tinyurl.com/28zb2fa9


