কট্টর জায়োনবাদী চার্লি কার্কের সাথে বিএনপির শীর্ষনেতাদের ফুটেজ ভাইরাল, সমালোচনার ঝড়

0
46

যুক্তরাষ্ট্রের ইউটাহ অঙ্গরাজ্যে বন্দুকধারীর গুলিতে নিহত উগ্রবাদী জায়োনিস্ট নেতা চার্লি কার্কের সাথে এর আগে সাক্ষাত করেছিল বিএনপি নেতা আমির খসরু। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) কার্কের মৃত্যুর পর তারেক জিয়ার শোক প্রকাশের পর থেকে কার্কের সাথে খসরুর সাক্ষাত করার একাধিক ছবি ভাইরাল হয়।

কার্কের সাথে সাক্ষাতের ফুটেজ ভাইরাল হবার পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনার সৃষ্টি হয়। ভাইরাল ছবিগুলোতে উগ্রবাদী ও ফিলিস্তিন বিরোধী কার্কের মৃত্যুতে শোক প্রকাশ করা ও ভাইরাল ফুটেজ নিয়ে আলোচনা সমালোচনা করছেন বিশ্লেষকরা।

চার্লি কার্ক একজন উগ্র ফিলিস্তিন বিরোধী আমেরিকান সমালোচিত ব্যক্তি হিসাবে পরিচিত। সে তার একাধিক টকশো এবং বক্তব্য ফিলিস্তিনের অস্তিত্বের কথা অস্বীকার করেছে। গাজায় দখলদার ইসরায়েলি গণহত্যার বৈধতা দিয়ে সে একাধিক বক্তব্য দেয়।

সম্প্রতি বাংলাদেশে ইসলামপন্থীদের উত্থান নিয়ে আশঙ্কা প্রকাশ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার এই বক্তব্যের ফলে তীব্র সমালোচনার সৃষ্টি হয়। এছাড়াও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে মৌলবাদের উত্থান ঘটছে বলে মন্তব্য করে।

বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশে ডানপন্থার উত্থানে তীব্র শঙ্কিত বিএনপি ও মির্জা ফখরুল। তারা নিজেরা লিঁয়াজো করে দেশে আমেরিকার স্বার্থ বাস্তবায়নে কাজ করছে। দেশের স্বার্থবিরোধী আমেরিকান বা পশ্চিমা-পন্থী কোন রাজনীতি দেশে চলবে না বলেও হুশিয়ারি করেন তারা।

অনেকেই বলছেন, বিএনপির সাথে ঘনিষ্ঠ সম্পর্ক থাকায় কার্কের মৃত্যুতে শোক ও নিন্দা জানিয়েছে তারেক রহমান।


তথ্যসূত্র:
১. https://tinyurl.com/34b7xu2f

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধগাজায় ত্রাণ নিরাপত্তার দায়িত্বে “ক্রুসেডার” প্রতীকধারী ইসলাম-বিদ্বেষী মার্কিন বাইকার গ্যাং
পরবর্তী নিবন্ধআল ফিরদাউস বুলেটিন || ৩য় সপ্তাহ, রবিউল আউয়াল ১৪৪৭ ||