নিউজিল্যান্ডে ফিলিস্তিনপন্থী মিছিলে হাজার হাজার মানুষের অংশগ্রহণ

0
37

নিউজিল্যান্ডের সবচেয়ে বড় শহর অকল্যান্ডে ১৩ সেপ্টেম্বর, শনিবার সকালে ফিলিস্তিনের পক্ষে এক বিশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। আয়োজকরা জানিয়েছে, গাজায় বর্বর ইসরায়েলি আগ্রাসন শুরুর পর এটি ছিল দেশটিতে সবচেয়ে বড় ফিলিস্তিনপন্থী প্রতিবাদ সমাবেশ।

ফিলিস্তিন সংহতি সংগঠন ‘আওতেরোয়া ফর প্যালেস্টাইন’ জানিয়েছে, মার্চ ফর হিউম্যানিটি শীর্ষক এই সমাবেশে প্রায় ৫০ হাজার মানুষ অংশ নিয়েছেন।

আন্দোলনের মুখপাত্র আরামা রাতা বলেন, এটি গাজায় চলমান সংঘাত শুরুর পর নিউজিল্যান্ডে অনুষ্ঠিত সবচেয়ে বড় ফিলিস্তিন সংহতি মিছিল।

প্রতিবাদকারীরা ফিলিস্তিনের পতাকা ও বিভিন্ন ব্যানার বহন করেন, যার মধ্যে লেখা ছিল গণহত্যাকে স্বাভাবিক করো না এবং ফিলিস্তিনের পক্ষে দাঁড়াও।

আয়োজকেরা জানায়, সিডনির হার্বার ব্রিজ বন্ধ করে হওয়া এক আন্দোলন থেকে অনুপ্রাণিত হয়ে অকল্যান্ডের একটি প্রধান সেতু বন্ধের পরিকল্পনা ছিল। তবে প্রবল বাতাসের কারণে শুক্রবার সে পরিকল্পনা বাতিল করা হয়।

নিউজিল্যান্ড পুলিশ জানিয়েছে, মিছিলটি শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে এবং কোনো গ্রেফতার হয়নি। যেসব সড়ক বন্ধ ছিল, সেগুলোও পরে খুলে দেওয়া হয়।

আয়োজক সংগঠন সরকারের প্রতি আহ্বান জানিয়েছে, ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করতে।
প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লাকসন গত আগস্টে গাজায় ইসরায়েলের কর্মকাণ্ডকে চরম উদ্বেগজনক বলে মন্তব্য করেছিলেন।

ফিলিস্তিনি কর্তৃপক্ষ জানিয়েছে, গাজা যুদ্ধে এ পর্যন্ত কমপক্ষে ৬৪ হাজার ৭৫৬ জন শহীদ হয়েছেন। মানবাধিকার সংগঠনগুলোর তথ্যানুযায়ী, খাদ্য সংকটের কারণে গাজায় দুর্ভিক্ষ সৃষ্টি করেছে। শনিবারের ওই বিক্ষোভে অনেকের সঙ্গে ফিলিস্তিনের ব্যানার ও পতাকা দেখা যায়।


তথ্যসূত্র:
1. Tens of thousands join pro-Palestinian march in New Zealand’s biggest city
– https://tinyurl.com/vsuawmtj
2. Thousands of pro-Palestine protesters descend on central Auckland
– https://tinyurl.com/2btsmwaf

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধউত্তর ওয়াজিরিস্তানে ইত্তেহাদুল মুজাহিদিনের ২টি পৃথক অভিযানে অন্তত ১৭ শত্রু সৈন্য নিহত
পরবর্তী নিবন্ধমালিতে মুজাহিদদের ১৫টি সফল অভিযান: ৫টি শত্রু সামরিক ঘাঁটি বিজয়