
মানিকগঞ্জের শিবালয়ে নিষিদ্ধঘোষিত সন্ত্রাসী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি রাকিব হাসনাত আওয়ালকে শনিবার (১৩ সেপ্টেম্বর) গভীর রাতে গ্রেপ্তার করেছে পুলিশ। শিবালয়ের পাটুরিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত রফিক হত্যা মামলার অন্যতম আসামি এবং নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের শিবালয় উপজেলা শাখার সভাপতি ছিল সে।
পালিয়ে থাকা অবস্থায় মানিকগঞ্জ সদর থানার বেওথা এলাকা থেকে শিবালয় ও সদর থানা পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে গতকাল শনিবার রাতে আওয়ালকে আটক করে। মো. রাকিব হাসনাত আওয়াল শিবালয় উপজেলার ষাইটঘর তেওতা গ্রামের মো. আমজাদ মৃধার ছেলে।
তথ্যসূত্র:
১. শিবালয়ে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সাবেক সভাপতি আওয়াল গ্রেপ্তার
-https://tinyurl.com/yc4vn7ss


