
ইমারতে ইসলামিয়ার অর্থনীতি বিষয়ক উপপ্রধানমন্ত্রী মোল্লা আব্দুল গণি বারাদার হাফিযাহুল্লাহ বলেন, টোটি ময়দান গ্যাসক্ষেত্র প্রকল্প কার্যকরের ফলে আফগানিস্তান ক্রমেই গ্যাস রপ্তানিকারক দেশে রূপান্তরিত হবে। গত ১৪ই সেপ্টেম্বর আফগানিস্তানের ফারিয়াব প্রদেশে টোটি ময়দান গ্যাসক্ষেত্রে অনুসন্ধান ও নিষ্কাশন কার্যক্রমের উদ্বোধনকালে তিনি এই মন্তব্য করেন।
তিনি বলেন, এই প্রকল্প নতুন নতুন কর্মসংস্থান তৈরি করবে। দেশের অভ্যন্তরীণ গ্যাসের চাহিদা বহুলাংশে পূরণ করবে। গ্যাস ও বিদ্যুৎ খাতে আমদানি নির্ভরতা কমিয়ে আনবে। ক্রমেই আফগানিস্তান বিদেশে গ্যাস রপ্তানি করতে সক্ষম হয়ে উঠবে।
দেশের অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভরতার পথে তিনি এটিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বর্ণনা করেন। এছাড়া আফগানিস্তানে বিনিয়োগ সম্প্রসারণের ক্ষেত্রে প্রকল্পটির উদ্বোধন একটি উল্লেখযোগ্য বার্তা।
তিনি আরও বলেন, এই ধরনের মেগাপ্রকল্প বিনিয়োগকারীদের প্রতি একটি স্পষ্ট বার্তা প্রেরণ করে যে, ইমারতে ইসলামিয়া আফগানিস্তান এখন নিরাপদ এবং এখানে বিনিয়োগের জন্য অনুকূল পরিবেশের নিশ্চয়তা রয়েছে।
দেশের সহজলভ্য শক্তিকে কাজে লাগাতে তিনি আহ্বান জানান, এই লক্ষ্যে দেশি-বিদেশি ব্যবসায়ীদের বিনিয়োগের ক্ষেত্রে সব ধরনের সুযোগ-সুবিধা প্রদানের ব্যাপারে তিনি আশ্বস্ত করেন।
প্রকল্প বাস্তবায়নকালে নির্ধারিত স্ট্যান্ডার্ড ও নীতিমালা কঠোরভাবে মেনে চলতে তিনি সংশ্লিষ্ট ঠিকাদারকে নির্দেশ দিয়েছেন।
তথ্যসূত্র:
1. Gas Project Expected to Boost Jobs, Reduce Imports, Enable Exports
– https://tinyurl.com/2zr4r6z4


