
অবরুদ্ধ গাজা ভূখণ্ড জুড়ে হামলা তীব্র করেছে মধ্যপ্রাচ্যের দুর্বৃত্ত রাষ্ট্র ইসরায়েল। গাজা শহরের সাবরা এলাকায় ইসরায়েলি বিমান হামলায় অন্তত ২৫ জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন, যাদের সবাই একই পরিবারের সদস্য বলে জানা গেছে। ২১ সেপ্টেস্বর, রবিবার ভোরে চালানো এই হামলায় একাধিক বাড়ি গুঁড়িয়ে দেয়া হয়। স্থানীয়রা জানিয়েছেন, এখনও প্রায় ৫০ জন মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকে আছে।
আল জাজিরার খবরে বলা হয়, উদ্ধারকারীরা এবং সাধারণ মানুষ খালি হাতে ধ্বংসস্তূপ সরিয়ে বেঁচে থাকা মানুষদের বের করার চেষ্টা করছেন। ইতোমধ্যে ১৭ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। আটকা পড়াদের পরিবারগুলো জানিয়েছে, ধ্বংসস্তূপের ভেতর থেকে এখনও শোনা যাচ্ছে আত্মীয়স্বজনের আর্তনাদ।
একজন স্বজন আকুতি জানিয়ে বলেন, ‘আমরা বারবার তাদের চিৎকার শুনছি, কিন্তু পৌঁছাতে পারছি না। আমরা ও উদ্ধারকারীরা যতবারই চেষ্টা করি ততবারই আমাদের লক্ষ্য করে ইসরায়েলি ড্রোন গুলি ছোড়ে। পাঁচজন এগোলে চারজন নিহত হন, একজন কোনো রকমে বেঁচে যান।’
গাজা সিটির পশ্চিমে শাতি শরণার্থী শিবির, দক্ষিণ-পশ্চিমে তাল আল-হাওয়া এলাকা এবং নাসর জেলায় ল্যাভাল টাওয়ারের পাশের একটি বাড়িতেও ভয়াবহ হামলার খবর পাওয়া গেছে। মধ্য গাজার বুরেইজ শরণার্থী শিবিরে আরও একটি হামলায় অন্তত সাতজন শহীদ হন, যাদের মধ্যে চার শিশু রয়েছে।
ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, অবরুদ্ধ গাজায় রবিবার ইসরায়েলি হামলায় আরও ৭৫ জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন। এতে যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি সেনাদের হামলায় শহীদের সংখ্যা কমপক্ষে ৬৫ হাজার ২৮৩ জন এ পৌঁছেছে এবং আহত হয়েছেন অন্তত এক লাখ ৬৬ হাজারের বেশি মানুষ। এছাড়া অনাহার ও দুর্ভিক্ষে এখন পর্যন্ত ৪৪০ জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে ১৪৭ শিশু।
তথ্যসূত্র:
1. Israeli attack kills at least 25 from the same family in Gaza City homes
– https://tinyurl.com/5yat33hr


