গাজায় থামছেই না ইসরায়েলি গণহত্যা: শহীদের সংখ্যা ছাড়াল ৬৫ হাজার ৯২৬

0
56

ফিলিস্তিনিদের রক্তে রঞ্জিত গাজায় ইসরায়েলের বর্বর গণহত্যা অব্যাহত রয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৩ সালের অক্টোবরে শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত অন্তত ৬৫ হাজার ৯২৬ জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন।

আলজাজিরা জানিয়েছে, ২৭ সেপ্টেম্বর, শনিবার গাজার বিভিন্ন স্থানে বর্বর ইসরায়েলি আগ্রাসনে অন্তত ৮২ ফিলিস্তিনি শহীদ হয়েছেন। আহত হয়েছেন আরও ২৬৫ জন, ফলে মোট আহতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৬৭ হাজার ৭৮৩ জনে। বাস্তবে এই সংখ্যা আরও ভয়াবহ, কারণ হাজারো মরদেহ এখনো ধ্বংসস্তূপ আর রাস্তায় পড়ে আছে—উদ্ধারকর্মীরা ইসরায়েলের লাগাতার হামলার কারণে তাদের কাছে পৌঁছাতেও পারছে না।

মন্ত্রণালয় আরও জানায়, নতুন করে ৩০০ জন শহীদের পরিচয় শনাক্ত করার পর তাদের নাম সরকারি রেজিস্ট্রিতে যোগ করা হয়েছে। প্রতিদিনের মতোই মানবিক সহায়তা নিতে গিয়ে ফিলিস্তিনিরা নতুন করে দখলদার ইসরায়েলি সেনাদের বর্বরতার শিকার হচ্ছেন। শনিবার সহায়তা নিতে গিয়ে দখলদার সেনাদের গুলিবর্ষণে ১৭ জন শহীদ ও ৮৯ জন আহত হয়েছেন। ২৭ মে থেকে এভাবে ইসরায়েলি সেনাদের হাতে প্রাণ হারিয়েছেন ২ হাজার ৫৬০ জন, আহত হয়েছেন ১৮ হাজার ৭০৩ জনেরও বেশি।

১৮ মার্চ থেকে সন্ত্রাসী ইসরায়েল আবারও চুক্তিভঙ্গ করে নির্বিচার বোমাবর্ষণ শুরু করেছে, যা জানুয়ারিতে হওয়া যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তিকে পদদলিত করেছে। শুধু মার্চের পর থেকেই শহীদ হয়েছেন অন্তত ১৩ হাজার ৬০ জন এবং আহত হয়েছেন ৫৫ হাজার ৭৪২ জন ফিলিস্তিনি।


তথ্যসূত্র:
1. More than 82 Palestinians killed in attacks as world turns on Israel
– https://tinyurl.com/mput4smp
2. Gaza death toll nears 66,000 as Israeli attacks continue unabated
– https://tinyurl.com/2p9umsd7

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধবেইজিংয়ে আফগান রাষ্ট্রদূতের সঙ্গে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তার বৈঠক
পরবর্তী নিবন্ধআফগানিস্তানের স্কুলে শিক্ষার্থীর সংখ্যা ১ কোটি ১১ লক্ষ ছাড়িয়েছে