গাজায় ‘নিরাপদ’ ঘোষিত একই এলাকায় ১৩৩ বার হামলা, নিহত ১৯০৩

0
41

গাজায় কথিত ‘মানবিক নিরাপদ অঞ্চলেই’ বারবার ইসরায়েলি হামলার ঘটনা ঘটছে। এসব হামলায় ২৭ সেপ্টেম্বর, শনিবার অন্তত ৯১ জন নিহত হয়েছেন। আন্তর্জাতিক সমালোচনা উপেক্ষা করেই অবরুদ্ধ গাজা ভূখন্ডে স্থল অভিযান আরও তীব্র করেছে দখলদার সেনারা।

গাজার সরকারি গণমাধ্যম কার্যালয় জানিয়েছে, দুর্বৃত্ত ইসরায়েল জোর করে গাজা সিটি থেকে দক্ষিণ ও মধ্যাঞ্চলে ফিলিস্তিনিদের সরিয়ে নিতে এসব এলাকাকে ‘নিরাপদ’ বলে প্রচার করছে। অথচ গত ১১ আগস্ট থেকে এখন পর্যন্ত দক্ষিণ ও মধ্য গাজায় অন্তত ১৩৩ দফা হামলায় ১ হাজার ৯০৩ জন নিহত হয়েছেন, যা গাজার মোট প্রাণহানির প্রায় ৪৬ শতাংশ। সংস্থাটির দাবি, এসব হামলা প্রমাণ করে ইচ্ছাকৃতভাবে বেসামরিক নাগরিকদের সরাসরি টার্গেট করছে সন্ত্রাসী ইসরায়েল।

এদিকে, গাজা সিটিতে চলমান বর্বর ইসরায়েলি আগ্রাসনের কারণে ইতিমধ্যেই বেশ কয়েকটি হাসপাতাল বন্ধ হয়ে গেছে। তীব্র গোলাবর্ষণের জেরে জর্ডান ফিল্ড হাসপাতাল থেকে ১০৭ রোগী ও সব চিকিৎসক-কর্মীকে সরিয়ে নিতে হয়েছে। বহু আগে থেকেই সংকটে থাকা গাজার হাসপাতালগুলোতে এখন অ্যানাস্থেসিয়া ও অ্যান্টিবায়োটিকের মতো মৌলিক ওষুধ নেই। ক্ষুধার্ত চিকিৎসকেরা রোগীদের সেবা দিতে হিমশিম খাচ্ছেন। দক্ষিণাঞ্চলের কিছু হাসপাতাল আংশিকভাবে চালু থাকলেও উত্তর দিক থেকে আসা আহতদের ঢল নামায় সেখানে চরম চাপ তৈরি হয়েছে।

আল-আকসা হাসপাতালের চিকিৎসক খলিল দিগরান জানিয়েছেন, ইসরায়েলি সেনারা শিশুদের একমাত্র বিশেষায়িত রান্তিসি হাসপাতালকে ইচ্ছাকৃতভাবে টার্গেট করেছে। তিনি সতর্ক করেছেন, হামলা অব্যাহত থাকলে দক্ষিণাঞ্চলের হাসপাতালগুলোর কার্যক্রমও সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যেতে পারে।


তথ্যসূত্র:
1. Nearly half of Gaza war deaths reported in areas Israel called ‘safe’
– https://tinyurl.com/27pm2ks3

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধআফগানিস্তানের স্কুলে শিক্ষার্থীর সংখ্যা ১ কোটি ১১ লক্ষ ছাড়িয়েছে
পরবর্তী নিবন্ধঅবরুদ্ধ গাজায় আরো এক সাংবাদিক কে হত্যা করল দুর্বৃত্ত ইসরায়েল