০৫ আগস্টের পর জিয়াউলের নেতৃত্বে খুনি হাসিনার কয়েক হাজার কল রেকর্ড ও বিভিন্ন ধরনের ফুটেজ মুছে ফেলে এনটিএমসি

0
85

জুলাই বিপ্লবের শেষ মুহূর্তে শেখ হাসিনা পলায়নের পর তার কয়েক হাজার কল রেকর্ড ও বিভিন্ন ধরনের ফুটেজ মুছে ফেলে জাতীয় টেলিযোগাযোগ পর্যবেক্ষণ কেন্দ্র বা ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার (এনটিএমসি)। শেখ হাসিনার চারটি মোবাইল ফোন নম্বর থেকে এসব কলের রেকর্ড নেওয়া হয়। পরে এনটিএমসির মহাপরিচালক জিয়াউল আহসানের নির্দেশে হাসিনার এসব কল রেকর্ড মুছে ফেলা হয়। এমনকি সে ফোনগুলোর মালিকানার তথ্যও মুছে ফেলে শেখ হাসিনার অনুগতরা।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) বিশেষ তদন্ত কর্মকর্তা ও প্রসিকিউটর তানভীর হাসান জোহা জানান গণমাধ্যমকে জানিয়েছে, জিয়াউল আহসানের নির্দেশের ৫ আগস্ট সন্ধ্যায় এনটিএমসি সদস্যরা নিজেদের জিম্মায় নিয়ে রেকর্ডগুলো মুছে ফেলে। তবে আইটি বিশেষজ্ঞদের সমন্বয়ে এগুলো উদ্ধার করা হচ্ছে বলেও জানান তিনি।

তানভীর হাসান জোহা জানান, ঢাকা মেট্রোপলিটন পুলিশসহ (ডিএমপি) স্পর্শকাতর তার বার্তাগুলো এনটিএমসি সদস্যরা নিয়ে যায়। এসব কল রেকর্ড মুছে ফেলার সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছু ঊর্ধ্বতন সদস্য জড়িত রয়েছে বলে জানা গেছে। এসব আলামত উদ্ধার করা গেলে শেখ হাসিনার সঙ্গে অনেকের যোগসূত্র বের হয়ে আসবে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে তদন্তকারী কর্মকর্তা আলমগীর ২৯ সেপ্টেম্বর, (সোমবার) ট্রাইব্যুনালে দেওয়া জবানবন্দিতে জানান, জুলাই গণআন্দোলন দমনে শেখ হাসিনার নির্দেশে তিন লাখ রাউন্ডের বেশি গুলি ব্যবহার করা হয়। এর মধ্যে শুধু ঢাকাতেই পুলিশ ব্যবহার করে প্রায় এক লাখ রাউন্ড গুলি। তিনি বলেন, তদন্তকালে বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্স থেকে পাওয়া এক চিঠির মাধ্যমে জুলাই আন্দোলন দমনে ছাত্র-জনতার ওপর ব্যবহৃত অস্ত্র ও গুলিসংক্রান্ত ২২৫ পৃষ্ঠার একটি প্রতিবেদন পাই। যাতে দেখা যায় এলএমজি, এসএমজি, চাইনিজ রাইফেল, শটগান, রিভলবার, পিস্তলসহ বিভিন্ন ধরনের মারণাস্ত্র ব্যবহার করে শুধু ঢাকা শহরে ৯৫ হাজার ৩১৩ রাউন্ড এবং সারা দেশে তিন লাখ পাঁচ হাজার ৩১১ রাউন্ড গুলি ব্যবহার করা হয় ।

সোমবার (২৯ সেপ্টেম্বর) শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে মানবতারিরোধী অপরাধের মামলায় ৫৪তম এবং শেষ সাক্ষী হিসেবে এ জবানবন্দি দেয় মামলার তদন্ত কর্মকর্তা আলমগীর। জবানবন্দির শুরুতে  জুলাই-আগস্টে গণঅভ্যুত্থানের সময় সংঘটিত নৃশংস হত্যাকাণ্ডের কয়েকটি ভিডিও আইসিটিতে প্রদর্শন করা হয়।


তথ্যসূত্র:
১.৫ আগস্ট হাসিনার কয়েক হাজার কল রেকর্ড মুছে ফেলে এনটিএমসি
-https://tinyurl.com/38nuaha7

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধবুরকিনা ফাসোর ওয়াহিগৌয়া এবং কিয়ায় দুটি শত্রু সামরিক পোস্টের নিয়ন্ত্রণ নিয়েছে জেএন‌আইএম মুজাহিদিন; নিহত ২৭ শত্রু সেনা
পরবর্তী নিবন্ধভারত থেকে প্রশিক্ষণ নিয়ে পার্বত্য চট্টগ্ৰামে হামলা চালাচ্ছে সন্ত্রাসী সংগঠন ইপিডিএফ, সাজানো হয়েছে ‘ধর্ষণ নাটক’