উত্তরপ্রদেশে নবীপ্রেমী জনতার মিছিলে পুলিশি হামলার ঘটনায় উত্তেজনা, চার জেলায় ইন্টারনেট বন্ধ

0
101

ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের বেরেলিতে নবীপ্রেমী জনতার মিছিলে পুলিশের সংঘর্ষের পর চার জেলায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় হিন্দুত্ববাদী প্রশাসন ৪৮ ঘণ্টার জন্য মোবাইল ইন্টারনেট, ব্রডব্যান্ড এবং এসএমএস পরিষেবা বন্ধ করে দিয়েছে। একই সঙ্গে পুলিশ বাড়ি বাড়ি তল্লাশি চালাচ্ছে এবং বেশ কিছু ব্যক্তিকে আটক করেছে।

গত ২ অক্টোবর মুসলিম মিরর এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে জানানো হয়, উত্তেজনা যাতে আর না ছড়ায় সে জন্যই জেলা প্রশাসন এই সিদ্ধান্ত নিয়েছে। সংবাদ সংস্থা পিটিআই নিশ্চিত করেছে যে গত ২ অক্টোবর বিকেল ৩টা থেকে ৪ অক্টোবর পর্যন্ত মোবাইল ইন্টারনেট, ব্রডব্যান্ড এবং এসএমএস পরিষেবা স্থগিত রাখার নির্দেশ জারি করেছে ভারত সরকার।

প্রসঙ্গত, বেশ কিছুদিন ধরে ভারতের উগ্র হিন্দুত্ববাদী মহল ধারাবাহিকভাবে রাসূল (ﷺ)-কে নিয়ে চরম কটূক্তি চালিয়ে আসছিল। এর প্রতিবাদে বেরেলির মুসলিম সমাজ ‘আই লাভ মুহাম্মাদ’ (ﷺ) প্রচারণা শুরু করে। সেই কর্মসূচির অংশ হিসেবে গত ২৬ সেপ্টেম্বর জুমার নামাজের পর বিভিন্ন মসজিদ থেকে মুসল্লিরা ব্যানার ও প্ল্যাকার্ড হাতে মিছিলে বের হয়।

কিন্তু শান্তিপূর্ণ বিক্ষোভ চলাকালে বিজেপি-নিয়ন্ত্রিত পুলিশ মিছিলে নির্বিচারে হামলা চালায়। এতে অসংখ্য মুসল্লি আহত হন এবং বহুজনকে আটক করা হয়। হামলার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে এবং সংঘাত ছড়িয়ে পড়ে বেরেলিসহ আশপাশের কয়েকটি জেলায়।

হিন্দুত্ববাদী পুলিশের দাবি, বিক্ষোভকারীরা পাথর নিক্ষেপ করেছিল। তবে একটি ভিডিও ফুটেজে দেখা যায়, শান্তিপূর্ণ মিছিল চলাকালে পুলিশই প্রথমে লাঠিচার্জ করে। এরপর থেকে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এখন পর্যন্ত অন্তত ৮০ জনকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের অধিকাংশকে রাতের অন্ধকারে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

নবীপ্রেমী জনতার মিছিলে পুলিশের হামলার ভিডিওটি আর্কাইভ থেকে দেখুন:
https://archive.org/details/bareilly-violence-26-09-2025


তথ্যসূত্র:
1. I Love Muhammad: Four districts in Bareilly on high alert, drones stationed, internet suspended for two days
– https://tinyurl.com/yc25ma7c

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধপ্রথম আলো ও ডেইলি স্টার বাংলাদেশে ইসলামবিদ্বেষী হলুদ সাংবাদিকতার পথিকৃৎ: হেফাজতে ইসলাম
পরবর্তী নিবন্ধকাশ্মীরে আরও এক মুসলিমের সম্পত্তি বাজেয়াপ্ত করেছে দখলদার ভারতীয় প্রশাসন