
বিগত ৩ বছরের মধ্যে আফগানিস্তানের পাঞ্জশির প্রদেশে নিরাপত্তা বিঘ্ন সংক্রান্ত কোনও ঘটনা সংঘটিত হয় নি। প্রদেশটির অভ্যন্তরীণ সূত্রমতে, পাঞ্জশির আফগানিস্তানের অন্যতম একটি প্রদেশ, যেখানে স্থিতিশীল নিরাপত্তা পরিবেশ বিরাজ করছে।
এই প্রসঙ্গে প্রাদেশিক গভর্নরের মুখপাত্র সাইফুদ্দিন লাতুন হাফিযাহুল্লাহ বলেন, কিছু অজ্ঞাত ফেসবুক একাউন্ট থেকে প্রদেশে নিরাপত্তার অভাব সংক্রান্ত দাবি্গুলো ভিত্তিহীন। এই সব তথ্যের কোনও বিশ্বাসযোগ্য সূত্র বা প্রমাণ নেই। তিনি আরও বলেন, এসব পক্ষপাতদুষ্ট এবং ভিত্তিহীন প্রচারণার উদ্দেশ্য হল জনগণের মধ্যে বিভ্রান্তির বীজ বপন করা।
তিনি জোর দিয়ে বলেন, পাঞ্জশির প্রদেশে সম্পূর্ণ সুরক্ষা বিরাজ করছে। এখানে ব্যাপক উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের পরিস্থিতি বিদ্যমান আছে, যা প্রদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিকে আরও এগিয়ে নিয়ে যাবে।
তথ্যসূত্র:
1. No Security Incident in Panjshir During Last 3 Years
– https://tinyurl.com/4u28j5sh


