ভারতে ‘আই লাভ মুহাম্মদ’ (ﷺ) ব্যানার লাগানোর কারণে ৫ জন গ্রেপ্তার

0
54

ভারতে উত্তর প্রদেশের মাওয়ানা এলাকায় ‘আই লাভ মুহাম্মাদ’ (ﷺ) লেখা ব্যানার টাঙানোর কারণে পাঁচজন মুসলিম গ্রেপ্তার করেছে ভারতীয় পুলিশ।

জানা যায়, গত ৩ অক্টোবর রাতে শহরের প্রধান চৌরাস্তা এলাকায় ‘আই লাভ মুহাম্মাদ’ (ﷺ) লেখা একটি ব্যানার টাঙানো হয়। এ ঘটনায় পরের দিন সকালে কিছু স্থানীয় উগ্র হিন্দুত্ববাদীরা বিক্ষোভ শুরু করে। এরপর হিন্দুত্ববাদী পুলিশ ‘জনসাধারণের ক্ষতির জন্য সহায়ক বক্তব্য দেওয়ার’ অভিযোগে একটি মামলা দায়ের করে এবং পাঁচজন মুসলিম যুবককে গ্রেপ্তার করে।

হিন্দুত্ববাদী পুলিশের অভিযোগ, ‘মাওয়ানার একটি গুরুত্বপূর্ণ স্থানে অনুমতি ছাড়াই পোস্টারটি লাগানো হয়েছিল। উত্তেজনা বৃদ্ধি পাওয়ায়, পুলিশ দ্রুত হস্তক্ষেপ করে পোস্টারগুলি সরিয়ে ফেলে এবং উত্তেজনা রোধ করে। এ ঘটনায় সবাইকে গ্রপ্তার করা হয়েছে, আরও তদন্ত চলছে। অন্য কেউ এ ঘটনায় জড়িত পাওয়া গেলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিবে বলে জানিয়েছে উগ্র হিন্দুত্ববাদী প্রশাসন।

এ ঘটনার পর শহরের বিভিন্ন স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছে হিন্দুত্ববাদী প্রশাসন।


তথ্যসূত্র:
1. 5 arrested for putting up ‘I love Prophet Muhammad’ poster in Uttar Pradesh’s Meerut
– https://tinyurl.com/4932duhm

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধবর্বর ইসরায়েলি হামলায় গাজার ৯০ শতাংশ এলাকা এখন ধ্বংসস্তূপ
পরবর্তী নিবন্ধগাজায় আগ্রাসন চালাতে গিয়ে এ পর্যন্ত দখলদার ইসরায়েলের ১১৫২ দখলদার সেনা নিহত