
ইমারতে ইসলামিয়ার ১১তম পুলিশ টিমের ৫২৫ জন সদস্য এবং ইতোপূর্বে স্বল্পমেয়াদে প্রশিক্ষণ প্রাপ্ত সার্জেন্ট শ্রেণীর ৮২ জন পুলিশ সফলভাবে তাদের সামরিক ডিপ্লোমা প্রশিক্ষণ কোর্স সম্পন্ন করেছেন। এই কোর্স আফগানিস্তানের ময়দান ওয়ারদাক শিক্ষা ও প্রশিক্ষণ কেন্দ্রে পরিচালিত হয়েছিল। কোর্সে পুলিশ সদস্যগণ দ্বীন ইসলাম, মৌলিক বিষয়াদি ও বৃত্তিমূলক প্রশিক্ষণ অর্জন করেছেন।
কোর্স সমাপণী উপলক্ষ্যে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামরিক ডেপুটি শেখ মুহাম্মদ নজর শিনওয়ারি হাফিযাহুল্লাহ, প্রশিক্ষণ ও শিক্ষা বিষয়ক জেনারেল কমান্ডের সিভিল ডেপুটি মৌলভী ওয়াজিরুর রহমান রাহমানী হাফিযাহুল্লাহ। এছাড়া ময়দান ওয়ারদাক প্রদেশের স্থানীয় কর্মকর্তা ও প্রবীণগণ এতে অংশগ্রহণ করেছেন।
সংবর্ধনা অনুষ্ঠানে সদ্য প্রশিক্ষণ লাভকারীগণ সামরিক মহড়া ও অন্যান্য দক্ষতা প্রদর্শন করেছেন। এই সময় নিজ দায়িত্বে আন্তরিকতা, সততা ও নিষ্ঠা বজায় রাখতে কর্মকর্তাগণ তাদের প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানের শেষ পর্যায়ে পুলিশ সদস্যদের মাঝে সার্টিফিকেট বিতরণ করা হয়।
উল্লেখ্য যে, বিগত ৪ বছরে অসংখ্য পুলিশ বিশেষায়িত প্রশিক্ষণ গ্রহণ করেছেন, যা নিরাপত্তা বাহিনীর পেশাদারিত্ব বাড়াতে ইমারতে ইসলামিয়া সরকারের প্রতিশ্রুতি বাস্তব প্রতিফলন।
তথ্যসূত্র:
1. Hundreds of Police Officers Graduate from Maidan Wardak Training Center
– https://tinyurl.com/msk67f76
2. Over 500 Police Officers Graduate from Maidan Wardak Training Center
– https://tinyurl.com/bdcv24te


