যুদ্ধবিরতি ঘোষণার পরও গাজায় বর্বর ইসরায়েলি হামলা অব্যাহত

0
166

যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর খবরের পরও গাজায় হামলা চালিয়েছে ইহুদিবাদী দখলদার ইসরায়েলি বাহিনী। ৯ অক্টোবর, বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে সংবাদমাধ্যম আল জাজিরা।

চিকিৎসা ও স্থানীয় সূত্রের বরাতে বলা হয়, বুধবার গাজার উত্তর-পশ্চিমাঞ্চলে আল-জলা ও আন-নাসর পাড়ায় বিমান হামলায় দুজন ফিলিস্তিনি শহীদ হন। উভয় স্থানে বেসামরিক আবাসিক ভবন লক্ষ্য করে মিসাইল ছোড়ে দখলদার ইসরায়েল।

একই সময় শহরের পূর্বাঞ্চলে আল-দারাজ এলাকার আল-শাওয়া স্কয়ারের নিকটে এক বাড়িতে বোমা পড়লে ধ্বংসস্তূপ থেকে উদ্ধারকর্মীরা একজনের মরদেহ উদ্ধার করেন। পরে কেন্দ্রীয় গাজার নেতজারিম করিডর এলাকায় একটি ত্রাণ বিতরণ কেন্দ্রে গুলি চালিয়ে হত্যা করা হয় আরও এক ফিলিস্তিনিকে। এর কিছু সময় পর ওয়াদি গাজা অঞ্চলে ড্রোন হামলায় একদল সাধারণ মানুষের ওপর বর্বর ইসরায়েলি বিমান হামলায় শহীদ হন আরও একজন।

এই সমস্ত হামলা ঘটে এমন সময়ে, যখন দখলদার ইসরায়েল ও হামাসের প্রতিনিধিরা মিশরে ২০ দফা প্রস্তাব নিয়ে বৈঠক করছে। ও ই প্রস্তাব অনুযায়ী গাজায় যুদ্ধবিরতি, ইসরায়েলি বন্দিদের মুক্তি এবং হামাসকে “আংশিক নিরস্ত্র” করার মতো শর্ত রাখা হয়েছে। হামাস জানায়, তারা পরিকল্পনার কিছু অংশে নীতিগতভাবে সম্মত হলেও বিতর্কিত বিষয়গুলো নিয়ে আরও আলোচনার প্রয়োজন রয়েছে।

২০২৩ সালের ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত নৃশংস ইসরায়েলি হামলায় শহীদ ফিলিস্তিনির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৭ হাজার ২০০ জনে, যাদের বেশিরভাগই নারী ও শিশু। ধ্বংস হয়ে গেছে হাসপাতাল, স্কুল, আশ্রয়কেন্দ্রসহ হাজার হাজার ঘরবাড়ি। গাজা এখন কার্যত বসবাসের অযোগ্য হয়ে পড়েছে।


তথ্যসূত্র:
1. Israel kills 5 Palestinians in Gaza airstrikes despite ceasefire talks
– https://tinyurl.com/4p4ydnjp
2. Israeli military continues attacks in Gaza despite ceasefire announcement
– https://tinyurl.com/mt5w2n3u

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধইসলাম ধর্ম ও মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে নিয়ে কটূক্তি ইউআইইউ এর এক শিক্ষার্থীর
পরবর্তী নিবন্ধগাজায় পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির ঘোষণা দিল হামাস